আজ ২২শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক গোলাপ দিবস। আমরা হয়তো সবাই ভ্যালেন্টাইন উইকের রোজ্ ডে’র কথাই মনে রাখি অর্থাৎ যেটি পালিত হয় ৭ই ফ্রেবুয়ারী। আজকের দিনটির গুরুত্ব হয়তো অনেকেরই অজানা। ২২ সেপ্টেম্বর বিশ্ব গোলাপ দিবস বা ওয়ার্ল্ড রোজ ডে কুর্নিশ জানায় সেই সব ক্যান্সার ক্রুসেডারদের যাঁরা রোগের কাছে হার মানতে শেখেননি। যারা জানেন যে জীবনের সময় খুবই স্বল্প তাও অদম্য ইচ্ছে নিয়ে বেঁচে চলেছেন, তাদের জন্যই আজকের এই বিশেষ দিনটি পালন করা হয়। তাই প্রেম সপ্তাহের গোলাপ দিবসের থেকে আজকের দিনটি অনেকটাই পৃথক।
আজকের দিনটি অবশ্যই একজন ক্যান্সার যোদ্ধাকে উৎসর্গ করে পালন করা হয়। তিনি হলেন কানাডার ছোট্ট একটি ১২ বছরের মেয়ে, মেলিন্ডা রোজ। এই মেয়েটি শেষ দিন পর্যন্ত ইতিবাচক ভাবে এই কর্কট রোগের সাথে লড়াই করে গেছে আর আশেপাশের সমস্ত রোগিদের বাঁচার ইচ্ছা জুগিয়ে গেছে। ছোট্ট এই মেয়েটি এক বিরল ব্লাড ক্যান্সার, আস্কিন’স টিউমারে আক্রান্ত হয়েছিল। মেলিন্ডার জীবনের গল্প অনেককেই স্পর্শ করেছে। সে তাঁর শেষ নিঃশ্বাস অবধি বাঁচার আশা ছাড়েনি। জীবনের শেষ ছয় মাস তীব্র যন্ত্রণায় জর্জরিত হয়েও সে এই মারণ রোগের সঙ্গে আপ্রাণ লড়াই চালিয়ে গিয়েছিল
শুধু এটুকুই নয়, ওই একরত্তি মেয়ে তার জীবনের গল্পে জনজীবনকে উৎসাহিত করতে নিয়মিত চিঠি,ইমেল,কবিতা লিখতো। সকলকে শোনাতে ভালোবাসতো তার জীবন যুদ্ধের কাহিনী। এতো ছোট বয়েসে একজন ক্যান্সার যোদ্ধা হয়েও যেভাবে জীবনকে সকলের সামনে তুলে ধরেছে তাকে কুর্ণিশ জানাতেই আজকের এই দিনটি পালিত হয়।