করোনার টিকা কবে পাবে মানুষ?

বিশ্বজুড়ে মানুষ অপেক্ষমান করোনার টিকার জন্য। গোটা বিশ্বে এখনো গবেষণাধীন প্রায় ২০০ টিকা। রেকর্ড গতিতে চলছে টিকার গবেষণা। এর আগে কোনো রোগের টিকাই এতো তাড়াতাড়ি নিয়ে আসতে পারেনি বৈজ্ঞানিকেরা, তবে করোনার টিকা নিয়ে আশাবাদী তারা।

ইতিমধ্যেই ভ্যাকসিন ঘিরে তৈরী হয়েছে প্রবল আশা। তবে কি শীঘ্রই অবসান হবে গৃহবন্দী জীবনের? এই প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে গোটা বিশ্ব।

তবে ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হার্ট এন্ড লাং ইনস্টিটিউটের মতে “ভ্যাকসিনের ইতিহাসে প্রচুর ব্যার্থতার সাক্ষী আছে মেডিকেল সাইন্স, এক্ষেত্রে করোনার ভ্যাকসিন নিয়ে জনমানসে তৈরী হয়েছে প্রবল আশা”। তবে ভ্যাকসিন নিয়ে যথেষ্ট আশাবাদী রয়াল সোসাইটির বৈজ্ঞানিকেরা, তাদের মতে “এবছরের শেষে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে, গণ হারে জনমানবে ভ্যাকসিন প্রয়োগে পরের বছর মাঝামাঝি, কিন্তু প্রক্রিয়াটি দীর্ঘ ” কিন্তু টিকা এলেই কি উবে যাবে করোনা? এই প্রশ্নের উত্তরের জন্য এখনো করতে হবে অপেক্ষা। বিশেষজ্ঞদের মতে “করোনার ভ্যাকসিনে শরীরে দীর্ঘ সময়ের জন্য প্রতিরোধী এন্টিবডি তৈরী হবে কিনা সেটা এখনো জানা নেই”।

তবে ভারতের মত বড়ো দেশের ক্ষেত্রে সমস্ত জনগণের করোনার টিকা পেতে প্রায় ২ বছর সময় লাগতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Leave a Comment