বিশ্বজোড়া অতিমারী পৃথিবী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধের সময়, স্প্যানিশ ফ্লু, তারপর কেটে গেছে দীর্ঘ একশো বছর, পরিবর্তন হয়েছে আর্থসামাজিক অবস্থার। ঠিক যখন মানুষ ভেবে নেয় যে তারা এসব মহামারী এবং অতিমারীর ভয় কাটিয়ে উঠেছে ঠিক তখনি আবার দেখা দেয় এক নতুন রোগের, এক নতুন ভাইরাস গোটা পৃথিবীকে থামিয়ে দিতে চায়, কিন্তু মানুষের অদম্যতা এতো সহজেই কি তাকে জিততে দেবে? গোটা বিশ্বে লকডাউন, বন্ধ প্রায় সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, চাকরি খোয়ানোর ভয় ছেকে আছে গোটা বিশ্ব, আইএমএফ এর ভবিষ্যতবাণী বিশ্বজোড়া আর্থিক মন্দার, ঠিক এমন অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে বিশ্বের নতুন অফিস প্রত্যেক কর্মচারীর নিজের ঘর, ওয়ার্ক ফ্রম হোম। এই শব্দ গুলোর সাথে বিশ্ব খুব একটা পরিচিত না হলেও এটাই এখন অধুনা বিশ্বের নতুন অফিস আর ইন্টারনেট এবং ভিডিও কল নতুন মিটিং মাধ্যম, সম্প্রতি এরকমই একটি বক্তব্য পেশ করেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশজোড়া এই মন্দার পরিস্থিতিতে দেশকে পথ দেখাচ্ছে যুব সমাজ এটিও তিনি বক্তব্য রাখেন।
