কারা কারা টাকা যোগান দিত এই ৬ জঙ্গিকে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেন গোয়েন্দারা

কারা কারা টাকা যোগান দিত এই ৬ জঙ্গিকে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেন গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদন, জানা গিয়েছে, মুর্শিদাবাদের এই ৬ জঙ্গি বিভিন্ন উৎস থেকে টাকা পেতেন। এবার তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেন গোয়েন্দারা। সমস্তকিছু খতিয়ে দেখা হবে সমস্ত অ্যাকাউন্ট। কারা কারা তাদের এতদিন টাকা যোগান দিয়েছে , তা জানতে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।প্রতিটি জঙ্গিকে চলছে জিজ্ঞাসাবাদ।

টাকার উৎস চিহ্নিত করে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন উৎস থেকে মোট কত টাকা জমা করেছে জঙ্গিরা, তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। সূত্রের খবর, মঙ্গলবার ধৃতদের দিল্লির পাতিয়ালা হাউজ আদালতে পেশ করলে ৪ দিনের NIA হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এবার হয়তো পুরোপুরি সামনে আসবে সকল তথ্য। জঙ্গিদের কী পরিকল্পনা ছিল, কোথা থেকেই বা তাদের মদত দেওয়া হচ্ছিল, তা জানতে লাগাতার জেরা করছেন গোয়েন্দারা।সোমবারই ধৃতদের দিল্লি নিয়ে যান NIA-র গোয়েন্দারা।জানা যাচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বর ফের ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করতে হবে।

Leave a Comment