দেশে শিশু মৃত্যু হ্রাসের দিকে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ

দেশে শিশু মৃত্যু হ্রাসের দিকে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ

নিজস্ব প্রতিবেদন, সম্প্রতি শিশু মৃত্যুর হার রাজ্যে অনেক কমেছে। দেশের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শিশু ও প্রসূতিকল্যাণের তথ্য অনুযায়ী, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুর মৃত্যুহারে লাগাম পরিয়ে পশ্চিমবঙ্গে বার্ষিক গড় ২১.৩%। উল্লেখ্য, গোটা দেশের নিরিখে শিশুমৃত্যুর বার্ষিক গড় ৩৩.৩%। রিপোর্ট বলছে, শেষ কিছু বছরে ১ বছর বয়স পর্যন্ত প্রতি হাজার শিশুর মধ্যে রাজ্যে গড়ে মাত্র ৯টির মৃত্যু হয়। কিছু বছর আগে পর্যন্তও এই সংখ্যাটা ছিল ১৬। অন্যদিকে, ১-৫ বছর বয়সি শিশুদের মৃত্যুহার এখন প্রতি হাজারে গড়ে ১০, আগে এই সংখ্যাটা ছিল ২৬।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শিশুমৃত্যু রোধ কর্মসূচিতে সাফল্যের নিরিখে প্রথম স্থানে কেরল। সে রাজ্যে ১ বছরের মধ্যে বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে গড়ে তিনটি শিশুর মৃত্যু হয়। দ্বিতীয় তামিলনাড়ু, সেখানে এই সংখ্যাটি ৭। তৃতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। জানা যাচ্ছে, প্রসূতিমৃত্যু রোধেও উল্লেখযোগ্য উন্নতি করেছে রাজ্য। স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, বাংলায় প্রতি এক লক্ষ প্রসূতির মধ্যে কয়েক বছর আগেও ৯৮ জনের মৃত্যু হত, এখন তা কমে ৭০-এ দাঁড়িয়েছে।

এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেছেন, “প্রসূতি ও শিশুর মৃত্যু নিয়ন্ত্রণে সার্বিক কর্মসূচি নেওয়া হয়েছে। এসএনসিইউ (সিক নিওনেটাল কেয়ার ইউনিট) বেড়েছে। অত্যন্ত কম ওজনের সদ্যোজাতকেও বাঁচানো যাচ্ছে, কয়েক বছর আগে যা সম্ভব ছিল না।” তিনি আরও জানিয়েছেন, এখন শিশুমৃত্যুর খবর পেলেই অডিট হচ্ছে, তৎক্ষণাৎ কারণ খতিয়ে দেখা হচ্ছে। জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মা ও শিশু যাতে রুটিন প্রতিষেধক ও পুষ্টিকর খাবার পায়, সেই ব্যবস্থাও করা হচ্ছে। রাজ্যে ৬৯টি এসএনসিইউ রয়েছে, যা এক বছরের মধ্যে ১০০ করার লক্ষে আছে।

Leave a Comment