ভিন রাজ্যে থাকা শ্রমিক দের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। যে সব অসংগঠিত শ্রমিক ভিন রাজ্যে আটকে রয়েছে তাদের জন্য রাজ্য সরকার “স্নেহের পরশ” নামে নতুন একটি প্রকল্প চালু করেছে।যেই প্রকল্পে পশ্চিমবঙ্গের সদস্য হতে হবে এমন কোনো ব্যাক্তি যদি ভিন রাজ্যে কোভিড-১৯ এর সংক্রমনের জন্য ২৪ শে মার্চ থেকে হওয়া লকডাউনে আটকে থাকে তবে তাকে এককালিন ১০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে।কারন লকডাউনের ফলে বহু ব্যবসা-বানিজ্য, অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিকদের বেশিরভাগই এখন উপার্জনহীন। কিন্তু বাড়িতেও ফিরতে পারছেন না তাঁরা। এই অবস্থায় সরকার একমাএ ভরসা।তাই ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের অ্যকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর।
যে হেতু রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পক্ষে সশরীরে হাজির হয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো সম্ভব নয়, তাই রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যার নাম— ‘ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ’। নিজের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে আবেদন জানাতে পারবেন ভিন্রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা।
আবেদন করতে লাগছে —
১) আবেদন কারির এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
২)রেশন কাড/আধার নম্বর /এপিক নম্বর।
৩)যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সেই অ্যাকাউন্টের নম্বর-সহ আরো প্রয়োজনীয় তথ্য।
৪)মোবাইল নম্বর।
৫)পশ্চিমবঙ্গে তাঁর কোনও এক প্রতিনিধির নাম, সম্পর্ক এবং ফোন নম্বর।
পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর আবেদন কারীর আবেদনের সত্যতা জাচাই করবে তার পর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। টাকা অ্যাকাউন্টে আসার পর আবেদন কারীর মোবাইলে এস এম এস এসে যাবে।
বিপর্যয় ব্যবস্থাপনা দফতরের মাধ্যমেই এই ‘স্নেহের পরশ’ প্রকল্পের রূপায়ণ ঘটাবে রাজ্য সরকার। ২০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এই প্রকল্প কার্যকরী থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।