চীনের পণ্যের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, চীনা পণ্য নিয়ে ট্রোল আর নতুন কিছু নয়। সম্প্রতি চীন-পাকিস্তানের বন্ধুত্ব সর্বজনবিদিত। পাকিস্তানের বাজারের একটি গুরু ভাগ দখল করে রয়েছে চীন, আর তাই পাকিস্তানে রাস্তা থেকে মেট্রো প্রোজেক্ট, ট্রেনের ইঞ্জিন থেকে এয়ারপোর্ট সবকিছুতেই চীন যুক্ত হয়ে আছে। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের একটি এয়ারপোর্টের ছাদে লাগানো ফলস সিলিং বেশি বৃষ্টির কারণে খসে পড়ে যাচ্ছে। বিমানবন্দরটির ওই অংশে যথেষ্ট পরিমাণে মানুষজনও ছিলেন ওই সময়, তাদের মধ্যেই কেউ একজন ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানা যাচ্ছে একটি চাইনিজ স্টেট কনস্ট্রাকশন কম্পানি ২০১৮ সালে এই বিমানবন্দরটি তৈরি করে। তবে দু’বছরের মধ্যেই তাঁর যে অবস্থা হয়েছে সেটা দেখেই চাইনিজ পণ্যের গুণগতমান খুব সহজেই অনুমান করা যায়। নিচে রইল ভিডিওটি –
