টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড এলাকা, লকডাউনকে ফুৎকার দিয়ে ঘুরছেন এলাকাবাসী, চলছে বাইক। পুলিশ এলাকা টহলে গিয়ে বারণ করলে আশেপাশের যুবকেরা ছুড়তে থাকে ইট, এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন, মুহূর্তে পরিস্থিতি হয়ে ওঠে অগ্নিগর্ভ।
পুলিশের অভিযোগ, এদিন লকডাউন অগ্রাহ্য করে অবাধে ঘুরছিলেন এলাকাবাসী, পুলিশ টহলে এসে তাদের বারণ করলে উল্টে পুলিশের ওপর চড়াও হয় তারা, চলতে থাকে ইট বৃষ্টি। এমনকি বেশকিছু লোক পুলিশকে রাস্তায় ফেলে মারেন। কিছু দোকানেও ভাঙচুর চালানো হয়। র্যাফ নামানো হলেও পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিরোধী নেতা রাহুল সিংহ বলেন “কারা এই ধরণের ঘটনা ঘটালো তা দ্রুত চিহ্নিত করতে হবে। পুলিশকে কাজ করতে দেওয়া হবে না, এটা হতে পারে না। “