বিকাশ দুবে, এনকাউন্টার এবং মাফিয়া রাজ

বিকাশ দুবে, মাফিয়া ডন তবে সারা ভারত নাম জেনেছে সম্ভবত এই মাসেই। গত ৩ জুলাই বিকাশ দুবে কে ধরতে একটি পুলিশ টীম তার ঠিকানা গুলোতে হানা দেয় কিন্তু পুলিশের মধ্যেই ছিল বিকাশের পৃষ্ঠপোষক আর তার জেরেই শহীদ হন আট পুলিশ কর্মী। গোটা উত্তরপ্রদেশ জুড়ে তৈরী হয় অসন্তোষ। পুলিশ পরিবারদের ক্ষোভের মুখে পড়তে হয় যোগী সরকারকে। উপর মহল থেকে দেওয়া হয় বিকাশ দুবেকে ধরার বা এনকাউন্টারের অর্ডার আর সে মতোই ৯ জুলাই ধরা পড়ে সে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। এরপর উজ্জয়িনী থেকে পুলিশ তাকে কানপুর নিয়ে যেতে থাকলে তাদের গাড়ি রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত হয় এবং এই সুযোগে বিকাশ দুবে পালতে গিয়ে এনকাউন্টারে মারা যায়।

পুলিশের দাবি মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে যখন বিকাশকে আনা হচ্ছিলো সেই সময় কানপুরের প্রায় ৩০ কিলোমিটার আগে ভাউতি এলাকায় বৃষ্টির মধ্যে বিকাশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং এই সুযোগে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে বিকাশ এবং পুলিশের উপর গুলি চালায়, এখানে বলা প্রয়োজন কানপুর পুলিশের সাথে বিকাশকে আনার দায়িত্ব ছিল এসটিএফ বাহিনীর উপর, বিকাশ গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায় এবং দু’পক্ষের গুলিবিনিময়ে বিকাশ মারা যায়।

তবে এই বিষয়ে বেশ কিছু বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করছেন, তাদের মতে গাড়িটি যেভাবে উল্টেছে বলে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে সেটি সম্পূর্ণ সাজানো কারণ একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টালে তার পারিপার্শ্বিক অবস্থা এই রকম থাকতে পারে না। দেখে মনে হচ্ছে গাড়িটিকে হালকা করে ধাক্কা দিয়ে উল্টে রাখা হয়েছে। আর তাছাড়া বিকাশের শারীরিক স্থূলতা এবং তার পায়ের চোটের ফলে তার চলন ক্ষমতা একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে তার গ্রেপ্তারের জন্য এত বড় বাহিনী পাঠিয়েছিলে উত্তরপ্রদেশ পুলিশ এবং তার মধ্যে এসটিএফ বাহিনী ও মজুত ছিল, তাই এতজনের দৃষ্টি এড়িয়ে বিকাশের পালানোর চেষ্টা যে বিফল হবে সেটা বলাই বাহুল্য। তাই অনেকেই আঙুল তুলছেন যে তবে কি বিকাশ ধরা পড়ে গেলে উত্তর প্রদেশ সরকারের অনেক ফাঁক-ফোকর বেরিয়ে পরতো? এনকাউন্টারে ঠিক একই রকম পারিপার্শ্বিক ঘটনার পুনরাবৃত্তি উত্তরপ্রদেশে প্রথম নয়।

তবে উত্তর প্রদেশ সরকার এবং গোটা উত্তরপ্রদেশের মানুষজন বিকাশ দুবের মৃত্যুতে যথেষ্ট আনন্দিত, এবং সেটার থেকে বোঝা যায় যে বিকাশ দুবে তার এলাকায় কতটা প্রভাব বিস্তার করেছিল। তবে তার উত্থানের পিছনের কাহিনী তার মৃত্যুর সাথে হয়তো অধরাই রয়ে গেল।

Leave a Comment