রাস্তার ধরে পরিত্যক্ত পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) ঘিরে আতঙ্ক ছড়ালো দক্ষিণ কলকাতার গড়ফায়। কে পিপিই সরাবে তাই নিয়ে চলে টানাপোড়েন, এবং শেষে পুরসভার হস্তক্ষেপে সরানো হয় ওই ব্যবহৃত পিপিই।
রবিবার সকাল 6:30 নাগাদ স্থানীয়রাই ওই পিপিই দেখতে পান জীবনানন্দ সেতুর পাশে, ঝোপের আড়ালে, এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করে গোটা এলাকা। এলাকার কাউন্সিলর মধুছন্দা দের উদ্যোগে খবর পায় পৌরসভা।
এদিকে ওয়ার্ডের সাফাই কর্মী এবং লোকাল পুলিশের কাছে সুরক্ষামূলক পোশাক না থাকার কারণে তারা পরিত্যক্ত পিপিই সরাতে সাহায্য করতে অপারক হন, তবে পুলিশ গোটা জায়গা ঘিরে দেন।
এরপর পৌরসভার কোন দপ্তর এই পিপিই সরানোর দায়ভার নেবে সেটা ঠিক করতেও নষ্ট হয় সময়, শেষমেশ একটি জীবাণু মুক্ত করার গাড়ি এসে ওই পিপিই গুলো সরিয়ে নিয়ে যায় এবং গোটা এলাকা জীবাণু মুক্ত করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে একটি গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়েছে এই পিপিই, পুলিশ গোটা ব্যাপারটি খতিয়ে দেখছে।