নিজের শাসনকালে বহু ধরনের বিতর্কের মুখে পড়তে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কখনো সেটা হয়েছে উত্তর কোরিয়ার কিম জং কে নিয়ে আবার কখনো সেটা হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে। টানা চারদিন ধরে আমেরিকায় হাজারেরও বেশি মৃত্যু হয়েছে কিন্তু হোয়াইট হাউসের মতে খারাপ সময় কেটে গিয়েছে।
আমেরিকায় বর্তমানে মোট সংক্রমিত সংখ্যা ৪২ লক্ষেরও বেশি, মৃত্যু প্রায় দেড় লাখ ছুঁতে চলেছে। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডার মতন অঞ্চল গুলোর অবস্থা প্রচন্ড বাজে। শুধু শুক্রবারেই দেশে সংক্রমিত হয়েছেন ৬৮৮০০ জন। গত মঙ্গলবার থেকে শুক্রবার এই চারদিনে মৃত্যু হয়েছে প্রত্যেকদিন এক হাজারেরও বেশি মানুষ করে । শুক্রবার ১০১৯, বৃহস্পতিবার ১১৪০, বুধবার ১১৩৫ এবং মঙ্গলবার ১১৪১ জনের মৃত্যু হয়।
এরমধ্যেই হোয়াইট হাউস স্কুল এবং কলেজ পুনরায় শুরু করাতে চাইছে। সচিব কেলি ম্যাকনানী জানান স্কুল ও কলেজ পুনরায় খোলার জন্য প্রেসিডেন্ট জোর দিচ্ছেন, তার মতে বাচ্চারা এভাবে ঘরে বসে থাকতে থাকতে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তবে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা স্কুল খোলার ব্যাপারে দ্বিধাবিভক্ত।
তবে হোয়াইট হাউজ এর মতে বাচ্চাদের সংক্রমিত হওয়ার ভয়ে তাদের আরো বাড়িতে বসিয়ে রাখা, তাদের ভবিষ্যতের উপর প্রশ্ন চিহ্ন তুলে দিতে পারেন, এছাড়াও মানসিক অবসাদ একটি বড় ব্যাপার।
দক্ষিণ কোরিয়ার একটি গবেষণাকে কেন্দ্র করে হোয়াইট হাউসের সদস্য ডেবরা ব্রিক্স বলেন ” গবেষণায় দেখা গেছে দশের নিচের বাচ্ছাদের সংক্রমণ হার কম “। কিন্তু ব্যাপারটা প্রমাণিত নয়।
গোটা বিশ্বে করোনার প্রকোপ বেড়েই চলেছে, ভারতে সংক্রমণ এবং মৃত্যুর হার একটু কম হলেও আমেরিকায় মৃত্যুর হার অনেক বেশি এবং এমত অবস্থায় ট্রাম্প প্রশাসনের স্কুল ও কলেজ খোলার ব্যাপারটা রীতিমতো চিন্তায় ফেলেছে অভিভাবকদের।