হাসপাতালে ভর্তি হলেন ট্রাম্প

গতকালই টুইট করে মার্কিন প্রেসিডেন্ট তার নিজের এবং তার স্ত্রী মেলানিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন, এবার হোয়াইট হাউস সূত্র থেকে খবর পাওয়া অনুযায়ী জানা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কে একটি মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানানো হয় “প্রেসিডেন্ট ট্রাম্পের করোনার কিছু উপসর্গ বিদ্যমান, তাই ডাক্তারদের পরামর্শে এবং সাবধানতা অবলম্বনের জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে”। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নিজের টুইট করে জানান যে তিনি ভাল আছেন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেলি মাকনানি বলেন ” সাবধানতা অবলম্বন এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আপাতত বেথেসদার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের স্পেশ্যাল সুইটে রাখা হয়েছে, চিকিৎসকেরা তার যত্ন নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল”।

হোয়াইট হাউসের চিকিৎসক সিন পি কোনলে জানান “করোনা সংক্রান্ত কিছু উপসর্গ বিদ্যমান রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, এছাড়া তার ওজন ও একটু বেশি এবং বয়স প্রায় ৭৪, তাই সমস্ত দিক মাথায় রেখে তাকে হসপিটালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। তিনি আরো জানান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “রেগেনেরস অ্যান্টিবডি ককটেলের সিঙ্গল ডোজ ” দেওয়া হয়েছে। এই ওষুধটি এখনো পরীক্ষাধীন এবং বাজারে আসার ছাড়পত্র এখনও মেলেনি।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প এবং তাতে তিনি জানান ” আমি ভালো আছি এবং মেলানিয়াও বেশ সুস্থ বোধ করছে”।

আর এক মাসের মধ্যেই আমেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচন। সবে শুরু হয়েছিল প্রেসিডেন্টশিয়াল ডিবেট, আর তার মধ্যেই ট্রাম্পের করোনায় আক্রান্ত হয়ে এই নিভৃতাবাস নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প সমর্থকরা।

Leave a Comment