মোবাইল এপপ্স এর যুদ্ধে আমেরিকা-চীন

টিকটকের বিরুদ্ধে আগেই সরব হয়েছিল আমেরিকা, এবারে আরো একধাপ এগিয়ে উইচ্যাট বন্ধের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন। দেশের নিরাপত্তার অজুহাতে গত শুক্রবার টিকটক ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে, এবারে উইচ্যাটও ডাউনলোড বন্ধ করাহল।

তবে হোয়াইটহাউসের এই পদক্ষেপের কড়া নিন্দায় মুখর হয়েছে বেইজিং। তারা পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে।

চীনের বাণিজ্যমন্ত্রী একটি বিবৃতিতে বলেন “আমেরিকা হুমকি দেওয়া বন্ধ করুক,আন্তর্জাতিক নিয়ম কানুন বজায় রেখে অনৈতিক কাজকর্ম বন্ধ করুক “। চীনের পক্ষ থেকে পাল্টা হুমকিতে বলা হয় “চীনা সংস্থাগুলির অধিকার রক্ষা করতে বেইজিংও চুপচাপ বসে থাকবে না এবং যথেষ্ট প্রত্যুত্তর দেওয়া হবে “।

হোয়াইট হাউজের নির্দেশ অনুযায়ী আগামী রবিবার থেকে সম্পূর্ণ রূপে বন্ধ করা হবে উইচ্যাট, এবং টিকটক-এর যাবতীয় আপডেট বন্ধ করা হবে। ১২ নভেম্বরের পর থেকে একেবারেই বন্ধ করা হবে টিকটক।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে হোয়াইট হাউস কোনো ধরণের তথ্য চুরি নিয়ে অভিযোগ চায়না তাই এধরণের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন বিশেষজ্ঞরা মনে করছেন।

Leave a Comment