পুজোয় খুলে গেলো স্বপ্নের সিকিম

ভ্রমণ পিপাসুদের জন্য এলো আবার সুখবর। সামনে শীত আসছে তার ওপর আবার উৎসবের মরশুম। যতই মহামারি চলুক না কেন, ঘরে কি আর মন টেকে। সেপ্টেম্বরেই নিয়মবিধি মেনে দার্জিলিং সহ বঙ্গের পাহাড়ি জায়গা গুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। তাতে শুরু থেকেই সব হোটেল হয়ে যায় হাউসফুল। লকডাউনে যে ভাটা পর্যটন শিল্পে এসেছিলো তা ধীরে ধীরে সদর্থক দিকে এগোচ্ছে। ট্রেন পরিষেবা ধীরে ধীরে সচল হতে ভিড় জমতে শুরু করেছে পাহাড়ে। এদিকে করোনা আবহের শুরুতেই বন্ধ হয়ে যায় সিকিম। প্রথম থেকেই কড়া লকডাউন থাকার দরুন সংক্রমণের হার ও ছিলো খুবই কম। জুন মাসের পর আনলক প্রক্রিয়া শুরু হওয়ার পর দুই সপ্তাহের জন্য খুলেছিল সিকিম কিন্তু হু হু করে আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় আবারও বন্ধ হয়ে যায়। এরপর অগাস্টে ২দিনের জন্য পাহাড় খুললেও আবার তা বন্ধ হয়ে যায়। সিকিম-বাংলা সীমান্তে শুধু পন্য আনা-নেওয়া চালু থাকে। প্রবেশ ছিলো নিষিদ্ধ।

গতকাল ১০ই অক্টোবর থেকে খুলে গেল উত্তর-পূর্বের প্রকৃতি ঘেরা রাজ্য সিকিম। খোলার সাথে সাথেই দিল্লি থেকে আগত ৭ জন পর্যটকের পা পড়ে পাহাড়ে। পাহাড়ি মানুষরা তাদের ঐতিহ্যবাহী খাদা পরিয়ে বরণ করে নেয় তাদের লক্ষী ওরফে পর্যটকদের। এর সাথে জানিয়ে দেওয়া ভালো আগামী ১০দিন প্রায় সিকিমের সব লজ, হোটেল ইতিমধ্যেই হাউসফুল।

পাশের পর্যটক স্থান দার্জিলিং, কালিংপং -এ কিছুদিন আগে থেকেই খুবই ভিড় জমতে শুরু করেছে। উন্নতির মুখ দেখেছে অর্থনৈতিক দিকেও। পর্যটন শিল্পই প্রধান ভরসা হওয়ায় মুখ থুবড়ে পরেছে সিকিম। এর পর সেপ্টেম্বরে দু-দফায় সংশ্লিষ্ট কতৃপক্ষ আলোচনার পর সমস্ত নিয়মবিধি মেনে খোলা হচ্ছে সিকিম। তাহলে পাহাড় প্রেমিরা বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে স্বপ্নের সিকিম ভ্রমণে।

Leave a Comment