করোনা আক্তান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদী
নিজস্ব প্রতিবেদন, গতকাল বুধবার প্রয়াত হন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদী। গত ১৪ সেপ্টেম্বর তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এর আগে করোনার থাবায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু সুরেশ অঙ্গদী-কে প্রাণে বাঁচানো গেল না। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই তাঁর করোনা ধরা পড়ে। এরপর তিনি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন। তবে করোনা যুদ্ধে হেরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গদী।
প্রয়াত মন্ত্রীর সঙ্গে এক সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘”কর্ণাটকে দলকে আরও শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করেছিলেন সুরেশ আঙ্গাদি। তিনি বিজেপি–র এক ব্যতিক্রমী কর্মকর্তা। এমন এক কর্মঠ সাংসদ ও মন্ত্রীর মৃত্যু সততই দুঃখজনক। প্রতিটি রাজনৈতিক মহলেই প্রশংসিত হয়েছেন তিনি। তাঁর পরিবার ও স্বজনের প্রতি আমার সমবেদনা রইল।”
উল্লেখ্য, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি নিজে ট্যুইট করেন। উনি ট্যুইট করে লিখেছিলেন যে, “আজ টেস্টে আমি করোনা রিপোর্ট পজেটিভ আসে। আমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ডাক্তারদের পরামর্শ মতো চলছি। বিগত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি যে, কোনওরকম লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যান।”
কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে এদিন বিজেপি–র নেতামন্ত্রী–সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব টুইট করে শোকজ্ঞাপন করেন। সুরেশ আঙ্গাদির মৃত্যুতে শোকার্ত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া টুইটে লিখেছেন, ‘আমাদের রাজ্যের উন্নয়নের জন্য তিনি সবসময় কাজ করে গিয়েছেন।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, ‘তিনি একজন উত্তম প্রশাসক, অসাধারণ সাংসদ ছিলেন। উষ্ণ ও স্নেহময় ব্যক্তিত্ব ছিল তাঁর।’ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লিখেছেন, ‘বিশ্বাস করা শক্ত যে মন্ত্রী সুরেশ আঙ্গাদি আর নেই। অমূল্য এই সহকর্মীর অভাব আমরা খুব ভাল ভাবেই বুঝতে পারব।’