সুস্থ হওয়ার ৪ দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিজস্ব প্রতিবেদন, করোনা ভাইরাস মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ির ফেরার মাত্র ৪ দিনের মাথায় ফের অসুস্থতার কারণে মঙ্গলবার দিল্লির এআইআইএমএস (AIIMS)-এ ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।আজ এআইআইএমএসের তরফে একটি বিবৃৃতি জারি করে জানানো হয়েছে, গত তিন-চারদিন ধরে শরীরে ক্লান্তির পাশাপাশি গায়ে ব্যথাও অনুভব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও ডাক্তাররা তৎক্ষণাৎ ওনার কোভিড টেস্ট করে দেখেছেন যে ফল নেগেটিভ এসেছে।
জানা যাচ্ছে, সোমবার রাতে অমিত শাহকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে একটি দল তাঁর দেখশোনা দায়িত্বে রইয়েছে। প্রতিমুহূর্তে তাঁর স্বাস্থ্যের প্রতি নজর রাখছেন তিনি।প্রসঙ্গত, গত ১৪ অগস্ট করােনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন অমিত শাহ। তার আগে পর্যন্ত তিনি তিনি গুরুগ্রামের মোন্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, করোনামুক্ত হওয়ার পর শাহ নিজেই ট্যুইটে লিখেছিলেন, “আমার করােনা রিপাের্ট নেগেটিভ এসেছে। আমি ইশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আর যারা এই সময়ে আমার দ্রুত সুস্থতার জন্য কামনা করেছেন , তাদেরও শুভকামনা জানাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার আর আমার পরিবারের জন্য কামনা করেছেন। আপাতত আমি ডাক্তারের পরামর্শে কয়েকদিন আইসােলেশনে থাকছি।”
করোনায় আক্রান্ত হয়ে পড়ার কারণে রাম মন্দিরের ভূমি পূজাতেও উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে রাম মন্দিরের ভূমি পূজা হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি।অমিত শাহ সতর্ক করে বলেছিলেন, “গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দ্রুত নিজেদের আইসোলেট করুন”।