চাহিদা বুঝে মেট্রোর সংখ্যা ও সময় বাড়ানো হল : মেট্রো কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদন, সামনে পুজো, সাথে সকলের অফিস খুলে গিয়েছে। এদিকে সন্ধ্যের পর বেসরকারি বাসের তেমন দেখা নেই। ভিড় ঠেলে বেশি ভাড়া দিয়ে বাড়ি ফেরা। এর জেরে সন্ধ্যের দিকে মেট্রোর পরিমান বাড়ানোর জন্য অনেক নিত্যযাত্রীরাই দাবি করেছিল। বেশ কিছুমাস মেট্রো বন্ধ থাকার পর, মেট্রো পরিষেবা চালু হতেই তার চাহিদা বিপুল। বিশেষ করে অফিস টাইমে মেট্রোর চাহিদা অনেক বেশি। শেষমেশ নিত্যযাত্রীদের দাবি ও চাহিদার কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যা বাড়ানো হল সাথে সময় আরও ৩০ মিনিট বাড়ানো হল।
এতদিন ১১০ টি মেট্রো চলছিল। সোমবার থেকে আরও তিন জোড়া বেশি মেট্রো চলবে। পাশাপাশি সোমবার থেকেই প্রতিটি মেট্রোয় ৪০০-র পরিবর্তে ৫৬০ জন যাত্রীকে উঠতে দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতি মেট্রোয় যাত্রী বাড়ানো হয়েছে ৪০ শতাংশ।কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দুই প্রান্তিক স্টেশন – নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। অর্থাৎ মেট্রো পরিষেবা চালু থাকবে সকাল আটটা থেকে রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত। স্বভাবতই সেজন্য মেট্রোর সংখ্যা বাড়ছে
অধিকাংশ বেশি ভাড়া গুনে বাড়ি পৌঁছাতে হওয়ায় অফিসফেরত যাত্রীদের নাভিঃশ্বাস উঠছিল।পুজো এগিয়ে আসার ফলে অনেকেই কেনাকাটি করতে বেরোচ্ছেন। কিন্তু দিনের শেষ মেট্রো সন্ধ্যা সাতটায় ছাড়ার ফলে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়তেন তাঁরা। সন্ধ্যা নামার পর বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ার ফলে সেই সমস্যা আরও বাড়ত। তাই মেট্রোর সময় কিছুটা বাড়াতে নিত্যযাত্রীদের কিছুটা সুবিধে হবে বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।