কবে আসছে করোনার প্রতিষেধক, স্পষ্ট নয়

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন একটি বিবৃতিতে জানান যে করোনার প্রতিষেধক বাজারে আসতে এখনো সময় লাগবে এবং ১৫ই অগাস্ট এর মধ্যে যে এটা কোনোমতেই সম্ভব নয় সেটাও তিনি স্পষ্ট করে দেন।

স্বাস্থ্যমন্ত্রী আজ এবিপি নিউস কে দেওয়া একটি ইন্টারভিউ তে জানান ” কোন মাসে বা কোন বছরে টিকা আসবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়, একটি টিকা তৈরী করতে অনেক সময় একাধিক বছর লেগে যায়, তবে এটি ২০২১ এর আগে যে আসছে না সেটি নিশ্চিত “।

চলতি মাসের গোড়া থেকেই আইসিএমআর দাবি করে যে ১৫ই অগাস্ট এর মধ্যেই আসছে করোনার টিকা, কিন্তু এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে টিকা নিয়ে এতো তারাহুরোর ওপর। একটি টিকার অনেক পার্শপ্রতিক্রিয়া থাকতে পারে এবং ক্লিনিকাল ট্রায়াল ঠিক ভাবে না হলে সেটি মারাত্মক রূপ নিতে পারে। টিকার ক্ষেত্রে এমন ঘটনা ইতিহাসে অনেকবার হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী এদিন স্পষ্ট করেন যে ভারত w.h.o এর সমস্ত রকম গাইডলাইন মেনেই টিকার ট্রায়াল করছে। যদিও এখন টিকা অধরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে খুব তাড়াতাড়ি এটি ভারতীয়দের জন্য আনা হবে।

ইতিমধ্যেই দেশ জুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে। সুস্থতার হার ৬৩% এবং ইতিমধ্যেই সুস্থতার সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়েছে।

আজই চর্মরোগ সোরিয়াসিস-এর চিকিৎসায় ব্যবহৃত বায়োকোনের ওষুধ ইটোলুজিমাব ব্যাবহারে ছাড়পত্র দিয়েছে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য এই ওষুধ পরিমিত পরিমানে ব্যবহার করার কথা বলা হয়েছে। তবে এই ওষুধ ও রেমেডিসিভার যেন যথেচ্ছ ব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে কারণ বিশেষজ্ঞরা মনে করছেন এতে হিতের বিপরীত হতে পারে।

Leave a Comment