বাড়িতে বসেই আমজনতার এন্টিবডি টেস্ট করানোর কথা ভাবছে ব্রিটেন সরকার। সেইজন্য চুপিসারে তড়িঘড়ি ট্রায়ালও সেরে ফেলা হয়েছে। কুড়ি মিনিটের মধ্যেই সম্ভব এই টেস্ট সম্পন্ন করা। সম্প্রতি বৃটেনের একটি দৈনিক পত্রিকা এ রকমই একটি খবর প্রকাশ করে চাঞ্চল্য ছড়িয়েছে।
সম্প্রতি ব্রিটিশ দৈনিক ” দা ডেইলি টেলিগ্রাফ” এমনই একটি খবর প্রকাশ করেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং একটি ডায়াগনস্টিক সংস্থার কনসোর্টিয়াম সম্প্রতি এ রকমই একটি কিট আবিষ্কার করেছেন, এবং হিউম্যান ট্রায়ালে এটি ৯৮% সফল হয়েছে।
এন্টিবডি টেস্টের দ্বারাই বোঝা যায় যে শরীরে করোনা প্রতিরোধী শক্তি আছে কিনা, বস্তুত করোনায় তৈরি হওয়া স্পাইক প্রোটিন যদি শরীরের অ্যান্টিবডি প্রতিরোধ করতে না পারে তাহলে ওই ব্যক্তি কোভিড পজেটিভ হবে। তাই এন্টিবডি টেস্টের মাধ্যমে ওই ব্যক্তির রোগ-প্রতিরোধক্ষমতা মূল্যায়ন করা যেতে পারে।
ব্রিটিশ সরকারের এন্টিবডি পরীক্ষা কর্মসূচির প্রধান জন বেল বলেন ” এই এন্টিবডি পরীক্ষা পদ্ধতি বেশ চমকপ্রদ, এর ফলে ঘরে বসে অতি সহজেই টেস্ট করা যাবে”।
প্রসঙ্গত ব্রিটেনে এন্টিবডি টেস্ট করার জন্য এখনো পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী রক্তের নমুনা সংগ্রহ করার পর সেটা পাঠাতে হয় অনুমোদিত ল্যাবরেটরিতে এবং সে ক্ষেত্রে রিপোর্ট আসতে অনেকটা সময় লেগে যায়। এই পদ্ধতিটি এলে আমজনতার করোনা টেস্টিং এবং রিপোর্টিং যে অনেকটা তরান্বিত হবে সেটা বলাই বাহুল্য।