৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা উবার ইন্ডিয়ার

কর্মী ছাঁটাই এর দিক থেকে ওলার পথেই হাঁটতে চলেছে উবার। আগের সপ্তাহে ওলার ১৪০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা হয়েছিল, এবার একি পথে হাঁটলো উবার, ঘোষণা করলো ৬০০ কর্মী ছাটাইয়ের।

উবার ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রদীপ পারামেস্মরণ এদিন একটি বিবৃতিতে এদিন একথা জানান। তিনি বলেন কোভিড -১৯ সংক্রান্ত পরিস্থিতি তাদের এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কারণ এটা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই, এবং বিশ্ব জুড়ে উবার যে কর্মী সংকোচন করছে এটা তারি অঙ্গ। গত সপ্তাহে উবার জানায় যে তারা বিশ্ব জুড়ে ২৩% কর্মী সংকোচন করবে, এবং ভারতে কর্মী সংকোচনের ক্ষেত্রে এটি চার ভাগের এক ভাগ।

উবার আরো জানায় যে ছাটাই হওয়া কর্মীদের ১০ মাসের বেতন আগাম দেওয়া হবে এবং তাদের আরো ৬মাস স্বাস্থ বীমা পরিষেবার অন্তর্গত রাখা হবে, এবং সেসব কর্মীদের উবারের তরফ থেকে কাজের জন্য দেওয়া ল্যাপটপ ফেরৎ নেওয়া হবে না। উবার জানায় যে তারা ছাটাই হওয়া কর্মীদের নতুন চাকরি খুঁজতে সাহায্য করবে।

Leave a Comment