লকডাউনে শুনশান শহরে হাইস্পিডে গাড়ি, থামাতে গিয়ে জখম ২ পুলিশ কর্মী

লকডাউনে শুনশান শহরে হাইস্পিডে গাড়ি, থামাতে গিয়ে জখম ২ পুলিশ কর্মী

নিজস্ব প্রতিবেদন, আজ অর্থাৎ শনিবার সপ্তাহের দ্বিতীয় লকডাউন। রাস্তাঘাট শুনশান। কেউ বিনা কারণে বাড়ির বাইরে পা দিলেই ধরছে পুলিশ। এমন অবস্থায় হঠাৎ পরমা আইল্যান্ড থেকে রুবির দিকে যাচ্ছিল দ্রুতগতিতে একটি গাড়ি। ভেবেছিল, ফাঁকা রাস্তায় শহরে দাপিয়ে বেড়াবে যুবক – যুবতী। গাড়ির স্পিড দেখে আগেই সতর্ক হয় পুলিশ। চলন্ত গাড়িটি দাঁড় করতে গিয়ে গুরুতর আহত হয় এক ট্রাফিক কনস্টেবল। গার্ড রেল ভেঙে আহত আরও এক সিভিক ভলান্টিয়ারও। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। যদিও শেষমেশ আটক করা হয়েছে গাড়ির তিন সওয়ারিকে।

জানা যায়, আম্বেদকর সেতু পার হয়ে আসার পর সেটিকে আটকানোর চেষ্টা করেন তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তন্ময় দাস। বাধা পেয়ে লেনের মধ্যেই মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু কিছু দূর গিয়ে ফের ফিরে আসে। সেই সময় গার্ডরেল দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন ওই কনস্টেবল ও সিভিক পুলিশ কর্মী।

গাড়িটি নিয়ে যাওয়া হয় তিলজলা থানায়। সেসময় গাড়িতে ছিলেন রণ ও জয় নামে দুই যুবক ও এক যুবতী। ফাঁকা রাস্তায় রাস্তায় ঘুরতে বেরিয়েছিলেন তাঁরা। পুলিশকর্মীদের এরূপ অবস্থার জন্য, পাশাপাশি ট্রাফিকের নিয়ম ভাঙা ও লকডাউনে বিধি নিষেধ না মানা – এসকল দোষে ধারা অনুযায়ী মামলা রুজু করা হবে এই তিন সওয়ারির বিরুদ্ধে।

Leave a Comment