ট্রাম্পের নিশানায় এবার আলিবাবা

টিকটকের ওপর আঘাত হানার পর এবার ট্রাম্পের নিশানায় আলিবাবা। শনিবার এরকমই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন ” বিষয়টি ভেবে দেখছে হোয়াইট হাউস “।

চলতি মাসের ৭ তারিখে নাগরিকদের নিরাপত্তার খাতিরে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চীনা অ্যাপগুলির বিরুদ্ধে সরব হয়েছেন, শনিবার তিনি জানান ” মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত করতে এরকম আরো বেশ কিছু পদক্ষেপের দরকার”। নাগরিক স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে মার্কিন সরকার যে বদ্ধপরিকর সেটিও তিনি বারবার জানান।

সেপ্টেম্বর থেকেই ব্যান করা হবে টিকটক এবং তারপর থেকে কোন অ্যামেরিকান সংস্থাই টিকটকের স্বত্বাধারী সংস্থা বাইটডান্স- এর সাথে কোনরকম আর্থিক লেনদেন করতে পারবে না। তবে সেপ্টেম্বরের মধ্যে যদি কোন অ্যামেরিকান সংস্থা টিকটক আমেরিকাকে কিনে ফেলতে পারে তবে সে ক্ষেত্রে এই ব্যান প্রযোজ্য হবে না।

চলতি আগস্ট মাসে মার্কিন সরকার টিকটকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এবং সরকারের নিরাপত্তা উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয় যে টিকটক তার ব্যবহারকারীদের বেশ কিছু ব্যক্তিগত তথ্য চুরি করে তা তুলে দিচ্ছে চীনা কমিউনিস্ট সরকারের হাতে, যদিও টিকটক এই অভিযোগ খারিজ করেছে। তবে আমেরিকায় ভোটের মুখে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্ত যে ভোট কেন্দ্রিক সেটি অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন।

Leave a Comment