ভারত-চীন সীমান্ত বিবাদ মেটাতে ফের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প। গলওয়ান উপত্যকা, পাং-গং লেক এলাকায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। দুপক্ষই নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে মত্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন “ওরা হয়তো নিজেদের সমস্যা মিটিয়ে নেবে, কিন্তু প্রয়োজনে আমি মধ্যস্ততা করতে রাজি, দুপক্ষই কূটনৈতিক চাপে রয়েছে “।
গত জুন মাস থেকে উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। গলওয়ানে ভারতীয় সেনার ওপর চীনের অনৈতিক আক্রমণের জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়েছিল, দুপক্ষেরই বেশ কিছু জওয়ান শহীদ হয়। এরপর থেকে কোর কমান্ডার লেভেলের বৈঠক অনেকবার হয়েছে এমনকি দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের বৈঠক হলেও তা কার্যকরী হয়নি সেভাবে।
সম্প্রতি পাং-গং লেক এলাকায় ফিঙ্গার অঞ্চলগুলি নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে। বেশ কিছু ফিঙ্গার এলাকার দখল ভারত নিয়ে নিলে চীন তার বিরোধিতা করে। এদিকে চীন বেশকিছু বেআইনি নির্মাণকার্য করছে লাদাখ এলাকায় এবং ভারত এর বিরোধিতা করা সত্ত্বেও বেইজিং কর্ণপাত করছে না।
চীনের আগ্রাসন নীতির বরাবরই বিরোধিতা করে এসেছে আমেরিকা। বিশেষ করে দক্ষিণ চীন সাগর নিয়ে জাপানের সাথে চীনের আগ্রাসন নীতির যথেষ্ট নিন্দা করেছে হোয়াইট হাউস। তিব্বত এবং হংকং নিয়ে চীনের নীতি যথেষ্ট সমালোচনার শিকার হচ্ছে।
এরআগেও চীন ও ভারতের মধ্যে মধ্যস্ততায় আগ্রহী হয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন “দুটি দেশ চাইলে আমি রাজি আলোচনায় সাহায্য করতে “। তবে ভারত ও চীন স্পষ্ট করে যে তারা নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবে।