সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আয়কর ফাঁকির জন্য অভিযুক্ত করেছে। সংবাদপত্রটি দাবি করে বিগত ১৫ বছরের মধ্যে অন্তত ১০ বছর প্রেসিডেন্ট ট্রাম্প কোন আয়কর দেননি। ২০১৭ সালে তিনি শেষ আয়কর দেন মাত্র ৭৫০ ডলার।
সংবাদপত্রটি জানায় প্রত্যেকবারই ব্যবসায় ভরাডুবির নাম করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়কর ফাঁকি দিয়ে আসছে। ২০১৬ সালেও তিনি ৭৫০ ডলার আয়কর দিয়েছিলেন। তবে ২০১৭ তে ট্রাম্পের সংস্থা ভারতেই প্রায় দেড় লক্ষ ডলারের কর মিটিয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সাংবাদিক বৈঠক ডেকে এই খবরটিকে ভুয়ো বলে আখ্যা দেন কিন্তু ভোটের আগে বিরোধী পাটিরা এই সুযোগের সদ্ব্যবহারে পিছিয়ে থাকতে রাজি নন। ডেমোক্রেট নেত্রী আলেক্সান্দ্রিয়া অক্যাসিও কর্টেজ টুইট করেন যে তিনি ২০১৬ এবং ১৭ সালে বারটেন্ডার এর কাজ করে ওর থেকে বেশি আয়কর দিয়েছেন। আমেরিকা জুড়ে সোশ্যাল মিডিয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর নিয়ে ছড়িয়ে পড়েছে নানারকম হাস্যকর মন্তব্য। ডেমোক্র্যাট প্রার্থী জো- বাইডেনের সাথে বাকযুদ্ধে কাল থেকে নামছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক তার আগেই আয়কর নিয়ে এমন জলঘোলা ট্রাম্প শিবিরকে বেশ পিছিয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।