বাংলায় টানা তিন দিন চলবে ট্রাক ধর্মঘট, দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন, রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। এবার এর প্রতিবাদে পুজোর মুখে ট্রাক ধর্মঘটের জানালো ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন।এই ধর্মঘট সফল করতেই আগামী ৩ অক্টোবর শনিবার একটি সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন জানিয়েছে আগামী ১২, ১৩এবং ১৪ অক্টোবর অর্থাৎ ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।করোনার জেরে এখন সবজি–আনাজে হাত দেওয়া যাচ্ছে না। তার মধ্যে টানা ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট ডেকেছে ট্রাকমালিক সংগঠনগুলি। সুতরাং মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যেসব দাবিতে এই ধর্মঘট সেগুলি হল, অন্যান্য রাজ্যের মতো ২৫ শতাংশ অতিরিক্ত এক্সেল লোড চালু করতে হবে, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে। ট্রাকের ওপর ডাক পার্টি, ট্যাগ পার্টি, থানায় থানায় মাসিক পুলিশকে টাকা দেওয়া, এম ভি আই ভিয়েলারো এবং বালি–পাথর মাফিয়ার দুর্নীতি বন্ধ করতে হবে৷ পাশাপাশি মোটর ভেহিকেলসের বিভিন্ন প্রশাসনিক দফতরের অকারণ হয়রানি বন্ধ করতে হবে৷তাঁদের অভিযোগ, পুলিশের চাহিদা মতো টাকা না দেওয়া হলে পুলিশ ইচ্ছাকৃতভাবে কেস দিয়ে জরিমানা আদায় করছে। এছাড়া নো এন্ট্রির নামে পুলিশের অত্যাচার বাড়ছে। পাশাপাশি সেচ দফতর এবং বিএলআরও–র জুলুম চলছে।
ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জী জানিয়েছেন, “এ ধর্মঘটে কাজ না হলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। পরিবহন শিল্পকে বাঁচাতে এছাড়া আমাদের কাছে আর কোন উপায় নেই। আগেও একাধিক দাবির কথা বহুবার পরিবহন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। এমনকি রাজ্যপালকেও জানিয়েছি কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি।”এমনিতেই আলু, পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, এর সাথে কমছে না সবজির দাম। এই পরিস্থিতিতেই ট্রাক ধর্মঘটের জন্য অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, এমনটা আশঙ্খা করা যাচ্ছে।