করোনাকে উপেক্ষা করে বহুদিন পর পশ্চিমবঙ্গ সরকার শোনালো খুশির খবর। এবার গঙ্গা বক্ষে ঐতিহাসিক ঘাট গুলি ঘুরিয়ে দেখাবে রাজ্য পরিবহন নিগম (West Bengal Transport Corporation)। ১ই অক্টোবর থেকে ‘গ্যাঞ্জেস রিভার হেরিটেজ ক্রুজ’ পরিষেবা শুরু হতে চলেছে। কোভিড ১৯ পরিস্থিতিতে পূজোয় বাইরে ঘুরতে যাওয়ার আশা প্রায় সকলেই হারিয়েছে। তাই পূজোর মুখেই এমন এক সুখবর ভ্রমণ পিপাসুদের মনে আনন্দধারা বইয়ে দিয়েছে। দূরে না গিয়েও নিজের শহর টাকে আরও ভালো করে চেনার সুযোগ হবে এতে। সপ্তাহের ৭ দিনই চালু থাকবে এই পরিষেবা।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, মিলেনিয়াম পার্ক থেকেই যাত্রা শুরু ও শেষ হবে। মাঝে ঘোরানো হবে চাঁদপাল ঘাট, অার্মেনিয়াম ঘাট, বিবাদি বাগ স্টেশন, নিমতলা মহা শ্মশান ঘাট, ভূতনাথ ও শ্মশান কালীর মন্দির ও সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট। এই সবকটি ঘাট সহ গঙ্গা বক্ষে তিলোত্তমাকে উপভোগ করার সময় পাবেন দেড় ঘন্টা। সঙ্গে থাকবে গাইড যে সবকটি ঘাটের ইতিহাস বর্ণিত করবে সকল পর্যটকের কাছে। আরও থাকবে ক্যাফেটেরিয়া। নিজের ইচ্ছে মতো খাবার ও অর্ডার করা যাবে। তবে তার খরচা টিকিটের থেকে আলাদা। সোম থেকে শুক্র দিনে ২ বার চলবে এই জলসফর। বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টা। শনি ও রবিবার ছুটির দিনে ৪ বার সুযোগ পাবে পর্যটকরা। দুপুর ১২ টা, ২ টো ও বিকেল ৪ টে ও সন্ধ্যা ৬ টায়। আসন্ন শীতে এই সফরের সার্থকতাই হবে অনেক ভিন্ন।
গঙ্গা কে কেন্দ্র করে হারিয়ে যাওয়া ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই সফরের প্রধান উদ্দেশ্য। আশা করা যায় মাত্র ৩৯ টাকায় গঙ্গাবক্ষে ভেসে থাকার সুযোগ কেউই হাতছাড়া করবে না। করোনা পরিস্থিতির বিধিনিষেধ মেনেই হবে এই ভ্রমণ।