রুশ টিকার সমালোচনায় নেমেছিল গোটা বিশ্ব কিন্তু এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অস্বস্তি আরও কয়েকগুণ বাড়িয়ে রুশ স্বাস্থ্যমন্ত্রকের অধীনে থাকা এথিক্স কাউন্সিল থেকে পদত্যাগ করলেন চিকিৎসক আলেকজান্ডার চুচুলীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেই ঘোষণা করেছেন যে তারাই প্রথম বিশ্বের দরবারে নিয়ে এসেছে করোনার টিকা স্পুটনিক ভি কিন্তু তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই কি করে দেশবাসীর কাছে সেই টিকাকে উন্মুক্ত করা হলো তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল খোদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওরফে হু।
রাশিয়ার চিকিৎসা সম্পর্কিত নীতি নির্ধারণের জন্য স্বাস্থ্য মন্ত্রকের অধীনে থাকে এথিক্স কাউন্সিল আর এই কাউন্সিলেরই একজন অন্যতম সদস্য ছিলেন চুচুলীন। চুচুলীনের অভিযোগ অনুযায়ী কোনরকম স্বাস্থ্য নীতি না মেনেই তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন, তিনি আটকানোর চেষ্টা করলেও তার কথায় কর্ণপাত করেনি সরকার কর্তৃপক্ষ এবং এই ঘটনার জেরেই তিনি ইস্তফা দেন।
মস্কোর গামালিয়া রিসার্চ সেন্টারে তৈরি হয়েছে এই ভ্যাকসিন এবং এটি তৈরীতে শীর্ষে থাকা এক ভাইরোলজিস্ট সের্গেই ভরসেভিচ এবং গামলিয়ার ডিরেক্টর আলেকজান্ডার জিন্ডসবার্গের নাম নিয়ে তিনি বলেন অযথা ভ্যাকসিন তৈরিতে তাড়াহুড়ার কারণে কোন নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম “ডেইলি মেইল”- এ দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন ” এই টিকা তৈরি করার জন্য নিয়ম-নীতি ঠিকভাবে মানা হয়নি এবং নৈতিকতা ভঙ্গ করা হয়েছে। বিভিন্ন রাশিয়ার নামজাদা বৈজ্ঞানিক যেভাবে এই রেডিমেড টিকা নিয়ে দায়িত্বজ্ঞানহীন এর মতন মন্তব্য করেছেন তাতে আমি হতাশ”।
প্রসঙ্গত যে কোন টিকা সর্বসাধারণের ব্যবহার করার আগে তাকে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে পাস করতে হয়, কিন্তু স্পুটনিক ভি এখনো তৃতীয় পর্যায়ের ট্রায়ালের শুরু করেনি। তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের আগে এটা কখনই বলা সম্ভব না যে টিকাটি প্রবীন কিংবা ১৮ বছরের কম বয়সীদের উপর কতটা কার্যকরী এবং আদৌ এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা, কিন্তু মস্কো এত কিছুর তোয়াক্কা না করেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে এই টিকা। শিশু এবং বয়স্কদের উপরে এই টিকা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন না বেশকিছু রাশিয়ান বিশেষজ্ঞরাই, তাদের মতে এতে হিতের বিপরীত হতে পারে। ইতিমধ্যেই হু জানিয়েছে যে এই টিকার গবেষণা সম্পর্কিত কোনো নথি এখনো অব্দি জনসমক্ষে আনা হয়নি তাই এটির কার্যকারিতা সম্পর্কে অনেক প্রশ্নই থেকে যায়।