এন্টারটেইনমেন্ট এখন শুধুই আর টেলিভিশনে আটকে নেই, বরং টেকনোলজি দৌড়ে টেলিভশন কে অনেক ক্রোশ পিছনে ফেলে এখন স্মার্ট টিভি, মোবাইল, স্মার্ট ডিভাইস, ট্যাব আর ল্যাপটপ এগিয়ে গেছে অনেকটা আর তার সাথে স্বাদ বদল ঘটেছে গোটা বিশ্বের। অনলাইন প্লাটফর্মস যেমন নেটফ্লিক্স, প্রাইম, অল্ট বালাজি, হটষ্টার এখন যেকোনো টিভি চ্যানেলের থেকে অনেক বেশি জনপ্রিয় আর সস্তার মোবাইল ইন্টারনেটের সুবাদে এগুলো এখন ভারতীয়দের হাতের মুঠোয়। তাই আধুনিক প্রজন্ম এখন দিদিমা, পিসিমাদের সাথে মেতেছে সিরিয়ালে থুড়ি ওয়েব সিরিজে। আজ দেখে নেবো ভারতের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ওয়েব সিরিজ। জনপ্রিয়তার হিসাব আমাকে দিয়েছে তাদের আইএমডিবি রেটিং
১. TVF Pitchers
এই গল্পটা একটু আলাদা। এই গল্পটা চার বন্ধুর যারা নিজেদের চাকরি ছেড়ে একটা start-up খোলার দিকে এগিয়ে যায়। তাদের জীবনের আর মনের টানা পরেন নিয়ে এই গল্পে মুখ্য ভূমিকায় নজর কেড়েছেন নাভিন কস্তুরিয়া, জিতেন্দ্র কুমার, অরুনাভ কুমার এবং অভয় মহাজন।
২.Kota Factory
IIT ক্র্যাক করার জন্য যত ট্রেনিং ইনস্টিটিউট বা কোচিং সেন্টার আছে তার বেশিরভাগ টাই রয়েছে কোটাতে। TVF (দি ভাইরাল ফিভার ) এর এই সিরিজটি রাজস্থানের এই ছোট শহরটিকে নিয়ে যেখানে প্রতি বছর স্বপ্ন পূরণের জন্য হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য আসে। ভারতের প্রথম সাদা কালো এই ওয়েব সিরিজটি কোটাতে এমনি কিছু ছাত্রদের দৈনন্দিন জীবন দর্শায়। মুখ্য চরিত্রে জিতেন্দ্র কুমার, ময়ুর মোরে নজর কেড়েছেন।
৩.Panchayat
এটি মূলত একটি হাস্যরসের ওয়েব সিরিজ। ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট অভিষেক চাকরির অভাবে উত্তর প্রদেশের একটা অজ পাড়াগাঁয়ের পঞ্চায়েতের সেক্রেটারি হিসেবে নিয়োগপত্র পায় আর সেখানথেকেই শুরু হয় আসল গল্প। মুখ্য চরিত্রে জিতেন্দ্র কুমার এবং রঘুবীর যাদব নজর কেড়েছেন
৪.The Family Man
এটি একটি অ্যাকশন থ্রিলার সিরিজ। একজন মধ্যবিত্ত সংসারী মানুষ নিজ পরিবারের অজান্তে কাজ করছেন ভারতের একটি গুপ্তচর সংস্থায়। নিজের দেশের সাথে নিজের পরিবারকে বাঁচাতে গিয়ে দানা বেঁধে ওঠে এক অসাধারণ গল্প। এই সিরিজে মুখ্য ভূমিকায় আছেন মনোজ বাজপেয়ী, এবং অসাধারণ অভিনয় দক্ষতায় তার চরিত্র এই সিরিজটিকে আলাদাই রং দিয়েছে।
৫.Mirzapur
এটি একটি ক্রাইম ড্রামা। গল্প একটি ছোট শহর মির্জাপুর কে নিয়ে যেখানে চলছে মাফিয়ারাজ। ক্ষমতা দখলের লড়াই অসাধারণ ভাবে দর্শানো হয়েছে এই সিরিজে। মুখ্য চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি, আলী ফজল, ভিক্রান্ত মাসই।