আজ বিজেপির নবান্ন অভিযান, মোট চারটি পয়েন্ট থেকে নবান্নের দিকে এগোচ্ছে এই মিছিল
নিজস্ব প্রতিবেদন, আজ বিজেপির নবান্ন অভিযান, কিন্তু বন্ধ থাকছে নবান্ন। সেই মিছিল আটকাতে প্রস্তিতি নিচ্ছে পুলিশও। অন্যদিকে আজ ও কাল স্যানিটাইজেনশনের জন্য নবান্ন বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।মোট চারটি পয়েন্ট থেকে নবান্নের দিকে মিছিল এগোবে। একটি মিছিল শুরু হবে রাজ্য বিজেপির সদর দফতর থেকে। নেতৃত্ব দেবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।হেস্টিংস থেকে একটি মিছিলের নেতৃত্বে থাকবেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। তৃতীয় মিছিল শুরু হবে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে। নেতৃত্বে রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।হাওড়া ময়দান থেকে চতুর্থ মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য।
নবান্ন বন্ধ থাকলেও আজ নবান্ন অভিযান করছে বিরোধী গেরুয়া শিবির। অভিযানে ঘেরাও করা হবে নবান্নকেও। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বাদ যায়নি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িও। বাড়ির কাছে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বিজেপির তিন মহিলা কর্মী। অন্যদিকে চারটি মিছিলের কেন্দ্রে লোক জড়ো হতে শুরু করেছে। কিন্তু নবান্নের দিকের সমস্ত রাস্তা বন্ধ করছ দেওয়া হয়েছে। হাওড়া ব্রীজ ও বিদ্যাসাগর সেতুকে বন্ধ হয়ে গিয়েছে।
আজ বিজেপি অভিযানের দিন নবান্ন জীবাণুমুক্তকরণ করা নিয়ে মুখ খুললেন মুকুল রায়। তার বক্তব্য, শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্যই এই হঠাৎ ঘোষণা করেছে রাজ্য তৃণমূল প্রশাসন। নাহলে প্রতিবার সাপ্তাহের শেষে নবান্ন জীবাণুমুক্তকরণ করা হয়। অবশ্য এই নিজে এর আগে কৈলীস বর্গীয়কেও সরব হতে দেখা গিয়েছিল। পাশপাশি মুকুল বিজেপি কর্মীদের আটকানো নিয়েও সরব হন। তিনি বলেন বিজেপি শান্তিপূর্ণ মিছিলে বিশ্বাস করে। তখনি এও বলেন তে যখন প্রশাসন পুরোপুরি সরকারের উপর নির্ভরশীল হয়ে যায় তখন সেই সরকার বেশি দিন টেকে না। তবে তিনি বলেছেন, বিজেপি অভিযানে যাবে। আজকের কর্মসূচী থেকে বিরত থাকবেন না তারা। তবে যেখানে আটকানোর হবে ততটাই অভিযান চলবে।