পৌষমেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার, অনির্দিষ্টকালের বন্ধ হল বিশ্বভারতী
নিজস্ব প্রতিবেদন, রবিবার থেকেই পরিস্থিতি বেশ উত্তপ্ত হচ্ছিল। সোমবার ব্যাপক তাণ্ডব-ভাঙচুর চলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকায়। পৌষমেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। এই গণ্ডগোলের জেরে অনির্দিষ্ট কালের জন্য বিশ্বভারতী বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্বভারতী নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে টুইটারে সরব হন রাজ্যপাল। এরপরই বেলায় তিনি জানান যে, “বিশ্বভারতীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে সবরকম পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।”আজকের ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য বিশ্বভারতী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্বভারতী হল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তাই এ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমি কোনও মন্তব্য করব না। তবে, রাজ্যপাল আমাকে ফোন করার পর আমি খোঁজ নিয়ে যা জেনেছি, ওখানে একটা নির্মাণকাজ চলছিল। সেখানে সেই কাজ চলার সময় কিছু বহিরাগত উপস্থিত ছিলেন। ছাত্ররা তার প্রতিবাদ জানায়। জেলাশসককে বলেছি, উপাচার্যের সঙ্গে কথা বলে প্রয়োজনে পড়ুয়া ও স্থানীয়দের নিয়ে বৈঠক করুন। আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’’
তিনি আরও বলেন, সৌন্দর্য নষ্ট করে চাই না মেলার মাঠে নির্মাণ হোক। রবীন্দ্রনাথ বিশ্ববিশ্বভারতী গড়ে তুলেছিলেন প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদানের জন্য। মুখ্যমন্ত্রী চাননা কোনওভাবে বাংলার ঐতিহ্য নষ্ট হোক। বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, সেদিকে আমাদের সকলকেই নজর দিতে হবে।