তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এবার ‘এসএআই’ অ্যাপ তৈরী করল ভারতীয় সেনা

তথ্য সুরক্ষার কথা মাথায় রেখে এবার ‘এসএআই’ অ্যাপ তৈরী করল ভারতীয় সেনা

নিজস্ব প্রতিবেদন, ভারতীয় পদ্ধতিতে মেসেজিং অ্যাপ এসএআই (SAI) তৈরী করল ভারতীয় সেনাবাহিনী। নিজেদের ব্যবহারের জন্যই ভারতীয় সেনা এই ইন-হাউজ অ্যাপটি তৈরি করেছে। যার পুরো নাম দেওয়া হয়েছে সিকিওর অ্যাপলিকেশন ফর ইন্টারনেট (Secure Application for Internet), সংক্ষেপে SAI। আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারতীয় সেনা। ভারতীয় সেনাকে একাধিক অ্যাপ ব্যবহার করতে নিষেধও করা হয়েছে। সেদিক থেকে SAI নামে নিজস্ব এই অ্যাপটি সেনার জন্য সম্পূর্ণ নিরাপদ।

আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারতীয় সেনা। ভারতীয় পদ্ধতিতে মেসেজিং অ্যাপ এসএআই (SAI) তৈরী করল ভারতীয় সেনাবাহিনী। নিজেদের ব্যবহারের জন্যই ভারতীয় সেনা এই ইন-হাউজ অ্যাপটি তৈরি করেছে। যার পুরো নাম দেওয়া হয়েছে সিকিওর অ্যাপলিকেশন ফর ইন্টারনেট (Secure Application for Internet), সংক্ষেপে SAI। ভারতীয় সেনাকে একাধিক অ্যাপ ব্যবহার করতে নিষেধও করা হয়েছে। সেদিক থেকে SAI নামে নিজস্ব এই অ্যাপটি সেনার জন্য সম্পূর্ণ নিরাপদ।

ভারতীয় সেনা সূত্রে খবর, রাজস্থানের সিগন্যাল ইউনিটের কম্যান্ডিং অফিসার কর্নেল সাই শংকর এই অ্যাপটি তৈরি করেছেন। এই মেসেজিং অ্যাপটির উদ্বোধন করে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, এটি এন্ড-টু-এন্ড সিকিওর মেসেজিং অ্যাপ। অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্টারনেটের মাধ্যমে ভয়েজ, টেক্সটের পাশাপাশি ভিডিয়ো কল করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ থাকার পরও কেন এই নতুন অ্যাপ? জানা যাচ্ছে, এটি হোয়াটসঅ্যাপ- এর থেকেও বেশি সুরক্ষিত। আন্তর্জালে তথ্যচুরির ভয় নেই। অতীতে একাধিক অ্যাপের বিরুদ্ধে তথ্যচুরি, তথ্যপাচারের মতো অভিযোগ উঠেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর মেসেজিং অ্যাপ এসএআই পুরোপুরি ভারতীয় হবে। এতে কোডিং সহ স্থানীয় ইন-হাউস সার্ভার এবং সুরক্ষা বৈশিষ্ট্য উপলব্ধ করা হবে, যা প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, সাই (SAI) আমআদমির জন্য নয়। ভারতীয় সেনার নিজস্ব ব্যবহারের জন্যই এই অ্যাপটি বানানো। সেনার শ্রেণিবদ্ধ তথ্য যাতে ফাঁস না হয়, অ্যাপ বানানোর সময় নিরাপত্তার সেই বিশেষ দিকটিতেই জোর দেওয়া হয়েছে। এটি সেনা বাহিনীকর আত্মনির্ভর ভারত অভিযানের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

প্রেস রিলিজে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, “এই অ্যাপের মডেলটি বাণিজ্যিক ভাবে উপলব্ধ মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp, Telegram, SAMVAD এবং GIMS-এর মতই এবং এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করা হয়। SAI স্থানীয় ইন-হাউস সার্ভার এবং কোডিং-এর সঙ্গে সিকিওরিটি ফিচারের দিক দিয়ে এগিয়ে আছে, যা প্রয়োজন অনুযায়ী আরও ভালো করা যাবে।”

Leave a Comment