এবার বিনা ঘোষণাতে আরও কিছু চিনা অ্যাপ ব্যান্ড করে দিল সরকার

এবার বিনা ঘোষণাতে আরও কিছু চিনা অ্যাপ ব্যান্ড করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদন, লাদাখের পরিস্থিতি চীন-ভারতের সম্পর্কে চিড় তৈরী করেছে। আগেই সরকার ভারতে চীনের সমস্ত দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। নানান অ্যাপ থেকে শুরু করে রঙিন টিভি ব্যান্ড হয়েছে। এবার শোনা যাচ্ছে, আগের বারের মতো আবার কিছু অ্যাপ বন্ধ করা হয়েছে, কিন্তু তার ঘোষণা এবার করেনি সরকার।

কেন্দ্রীয় সরকার শাওমি ও বাইডুর মত চিনা সংস্থাগুলির বেশ কিছু মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে।চীনকে জব্দ করতে চীনের আর্থিক দিকের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ভারত। জানা গিয়েছে, এমআই ব্রাউজার প্রো ও বাইডুর সার্চ অ্যাপ নিষিদ্ধ করেছে তারা। তবে তথ্য প্রযুক্তি মন্ত্রক এখনও এই সিদ্ধান্তের কথা জনসমক্ষে আনেনি। পাওয়া যায়নি চিন সরকারের মতামতও।

এর আগে জুন মাসে দিল্লি ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দেয়।এগুলির মধ্যে ছিল টিকটক, শেয়ারইট, প্যারালাল স্পেসের মত জনপ্রিয় অ্যাপ। এরপর গত মাসে আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়, সেগুলি হয় আগের নিষিদ্ধ হওয়া অ্যাপের ক্লোন অথবা সেগুলিরই প্রতিরূপ।সাথে চেনা কোম্পানির রঙিন টিভি ব্যান্ড করে দেওয়া হয়। বহু ভারতীয় কোম্পানি যারা চিনা কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, তারা আলাদা হয়ে যায়। চিন অবশ্য এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছে, এক বিবৃতিতে চিনা দূতাবাস বলেছে, এর ফলে চিনা সংস্থাগুলির অধিকার খর্ব করা হচ্ছে, ভারতের উচিত এই অন্যায় শুধরে নেওয়া।

Leave a Comment