এবার গণধর্ষণ কাণ্ডের জন্য গ্রেফতার হল উত্তরপ্রদেশের বিজেপি নেতা
নিজস্ব প্রতিবেদন, এবার গণধর্ষণ কাণ্ডের জন্য গ্রেফতার হল উত্তরপ্রদেশের বিজেপি নেতা। স্থানীয় বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি শ্যাম প্রকাশ দ্বিবেদীকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণকাণ্ডে। এছাড়াও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযুক্ত অনীল দ্বিবেদীও গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।সম্প্রতি ঘটে যাওয়া হাথরাসের ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এখনও সে সংক্রান্ত একের পর এক ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। এবার প্রশ্ন উঠছে যোগী রাজ্যের প্রশাসনের দিকে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সেই ঘটনার মূল অভিযুক্ত চার জনকে।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রেফতার করেছে অভিযুক্ত বিজেপি নেতাদের। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোপন জবানবন্দিও দিয়েছেন নির্যাতিতা।জানা গিয়েছে, প্রথমদিকে অভিযুক্ত শ্যাম প্রকাশ দ্বিবেদীর খোঁজ পাওয়া যায়নি। পরে তল্লাশি করে কর্নেলগঞ্জ থানার পুলিশ শনিবারই গ্রেফতার করে অভিযুক্তকে।
সূত্রের খবর, গত মার্চ মাসে শ্যাম প্রকাশ দ্বিবেদী ও অনীল দ্বিবেদী জোরপূর্বক নির্যাতিতাকে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছিল।এমনটা জানিয়েছে নির্যাতিতা। ধর্ষণ করা পর তাঁকে কাউকে কিছু না বলার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা। নিগৃহীতার অভিযোগ, পুলিশে অভিযোগ জানালে অভিযুক্তরা তাঁর পরিবারের ক্ষতি করবে বলেছিল।