এবার রাজধানীতে কৃষি বিলের বিরোধিতা, ইন্ডিয়া গেটের কাছে ট্রাক্টরে আগুন

এবার রাজধানীতে কৃষি বিলের বিরোধিতা, ইন্ডিয়া গেটের কাছে ট্রাক্টরে আগুন

নিজস্ব প্রতিবেদন, কৃষি বিল পাস হওয়ার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে।এবার সেই প্রতিবাদ আন্দোলন পৌঁছে গেল রাজধানীতে। সোমবার সকালে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে আগুন ধরিয়ে দেওয়া হল একটি ট্র্যাক্টরে। চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে রাজধানী দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ইন্ডিয়া গেটের সামনে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে ট্র্যাক্টরটি। কৃষি বিলের বিরোধিতায় প্রতিবাদ প্রদর্শন করেই এই ট্র্যাক্টরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

যদিও ইন্ডিয়া গেটের একদম সামনে কৃষিরা নিজেদের বিক্ষোভ দেখাতে পারেনি। কারণ সেখানে পুলিশ তাদের প্রবেশ করতে দেয়নি। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে পুড়ে যাওয়া ট্র্যাক্টরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ।খবর মোতাবেক, কাল ৭ টা ১৫ থেকে সাড়ে সাতটার মধ্যে ১৫-২০ জনের একটি দল বিক্ষোভ করতে করতে ওই জায়গায় জড়ো হয় এবং একটি পুরোনো ট্রাক্টরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ১ সপ্তাহ আগে রাজ্যসভায় কৃষি বিল পাস হয়। এরপর থেকেই তুমুল ঝামেলা শুরু হয় ভারতের নানা প্রান্তে। শুধু তাই নয়, রাজ্যসভায় ঝামেলা হওয়ার কারণে সাসপেন্ড হতে হয় ৮ জন সাংসদকে।এরপরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাবে আন্দোলন শুরু করে।পরে পুলিশ জানায়, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ১৫-২০ জন মানুষ ইন্ডিয়া গেটের সামনে জড়ো হন৷ তাঁরা কংগ্রেসের নাম করে স্লোগান দিতে থাকে৷ বিক্ষোভকারীরা সঙ্গে একটি পুরনো ট্রাক্টর এনেছিল৷ তাতে আগুন ধরিয়ে দেয়৷ আগুন নেভানোর পর ট্রাক্টরটি সরিয়ে দেওয়া হয়েছে৷ এদিকে প্রতিবাদীদের চিহ্নিত করা শুরু করেছে পুলিশ৷

Leave a Comment