এবার করোনা আক্রান্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা

এবার করোনা আক্রান্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা

নিজস্ব প্রতিবেদন, করোনা আক্রান্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা।জানা গিয়েছে, তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি। এখনও তেমন কোনও সমস্যা নেই তাঁর শরীরে। মঙ্গলবার দুষ্যন্ত নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। হরিয়ানার উপমুখ্যমন্ত্রী জানান, তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।টুইটে দুষ্মন্ত লেখেন, “আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু আমার কোভিড সংক্রান্ত কোনও উপসর্গ যেমন জ্বর বা শ্বাসকষ্ট, কোনওটাই নেই। সুস্থ আছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “যে হেতু রিপোর্ট পজিটিভ এসেছে, তাই সেলফ-আইসোলেশনে যাচ্ছি। সমস্ত বন্ধুদের কাছে আর্জি জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নেন।”

গত সপ্তাহে তাঁর সঙ্গে যাঁদের সাক্ষাত্‍‌ হয়েছে, প্রত্যেকে যেন নিজেদের করোনা টেস্ট করিয়ে নেন। ট্যুইটার পোস্টে চৌটালার বার্তা, “আমার কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। জ্বরের মতো আমার কোনও কোভিড উপসর্গ নেই। তার পরেও রিপোর্ট পজিটিভ। সেলফ-আইসোলেশনে আছি।” এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খট্টর-সহ রাজ্যের কয়েক জন মন্ত্রী, বিধানসভার স্পিকার জিয়ান চন্দ গুপ্তা, বেশ কয়েক জন বিধায়ক ও সাংসদের করোনা ধরা পড়েছিল। প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন।

গত অগস্টেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।কোভিড থেকে সুস্থ হওয়ার পর খট্টর বলেছিলেন, “আমাদের প্রত্যেককেই দায়িত্ববান হতে হবে। কোভিড সংক্রান্ত যাবতীয় প্রোটোকল মেনে চলতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত পরিষ্কার রাখার মতো বিষয়গুলোর উপর জোর দিতে হবে। কোভিডকে ভয় নয়, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

Leave a Comment