এবার মদ ডেলিভারির পথে ফ্লিপকার্ট
নিজস্ব সংবাদদাতা, ই-কমার্স দুনিয়াতে পা রাখার পর থেকেই গ্রাহকদের জন্য একের পর এক চমক নিয়ে এসেছিল ফ্লিপকার্ট। আর এবারে মদ পরিসেবার ক্ষেত্রেও পা বাড়াল এবার ফ্লিপকার্ট। জানা গিয়েছে এই কাজের জন্য তারা যুক্ত হয়েছেন স্পিরিট জায়েন্ট ডিয়েগোর সঙ্গে। এর আগেই এই ধরনের পদক্ষেপ নিয়েছিল আমাজন। এবার সেই একই পথে হাটল ফ্লিপকার্ট।
সেই প্রতিযোগিতার মুখে আর এক মার্কিন সংস্থা ওয়ালমার্টের ফ্লিপকার্ট তাদের ব্যবসায় বৈচিত্র আনতে সম্প্রতি মদ তৈরির সংস্থা ডিয়াজিওর সঙ্গে হাত মিলিয়েছে অনলাইনে মদ বিক্রি করার জন্য।এর জন্য ডিয়াজিওর একটি স্টার্টআপ সংস্থা হিপবার-এর সঙ্গে পার্টনারশিপ করেছে ফ্লিপকার্ট। পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় অনলাইনে মদ ডেলিভারি করার জন্য ইতিমধ্যেই উৎসাহ দেখিয়েছে ফ্লিপকার্ট।
ভারতের বাজারে নিজেদের পরিষেবা দিয়ে গ্রাহকদের আকর্ষণ করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে দেশের দুই অন্যতম ই কমার্স সাইট। ইতিমধ্যেই এই দুই ই-কমার্স সংস্থা সরাসরি প্রতিযোগিতাতে নেমেছে। আর এবার থেকে এই নয়া পরিষেবার সাহায্যেও দুই সংস্থাই এবার কড়া প্রতিযোগিতার মুখোমুখি।
ভারতের অ্যালকোহল মার্কেটের দাম প্রায় ২৭.২ বিলিয়ন ডলারের কাছাকাছি। আর সেই কারণেই এবার এই দুই সংস্থা পা বাড়াল এই ব্যবসায়। ফ্লিপকার্ট ওড়িশা এবং পশ্চিমবঙ্গতে এই পরিষেবা শুরু করবে। পাশপাশি এই দুই রাজ্যর তরফে জানা গিয়েছে ফ্লিপকার্ট টেকনোলোজি সার্ভিস প্রোভাইডার হিসেবে হিপবারের সঙ্গে এই কাজের জন্য যুক্ত হতে পারে।
ফুড ডেলিভারি সংস্থা সুইগি ও জোমাটো ইতিমধ্যে এই পরিষেবা দেওয়া শুরু করেছে। লকডাউনে ছাড় দেওয়ার ফলে এই চাহিদা ক্রমেই বেড়েছিল। এছাড়া এবার ফার্মেসি মার্কেটেও প্রবেশ করতে চলেছে আমাজন। জানানো হয়েছে ইতিমধ্যে দেশজুড়ে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা তারা শুরু করেছে। তবে ইতিমধ্যে বেঙ্গালুরুতে তাদের তরফে দেওয়া হচ্ছে এই পরিষেবা। ক্রমেই সাধারন মানুষের কাছে অন্যতম বিকল্প হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। আর সেই কথা মাথাতে রেখেই এবার একের পর এক পরিষেবা অনলাইনে আনছে একাধিক সংস্থা।