যুগ যুগ ধরে চলে আসছে এই রাখি বন্ধনের উৎসব, দেশবাসীকে রাখির শুভেচ্ছা কোবিন্দ, মোদী, মমতার
নিজস্ব প্রতিবেদন, আজ রাখি উৎসব, ঘরে ঘরে মহা-সমারহে উদযাপন করা হচ্ছে ভাই-বোনের খুনসুটির সম্পর্ক। ভারতের প্রতিটি কোণায় কোণায় পালিত হয় এই রাখি বন্ধনের উৎসব, তবে ইতিহাস বলছে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। পুরানেও একাধিকবার উঠে এসেছে রাখির প্রসঙ্গ, আবার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে নতুন ভাবে নতুন ভাবনায় রাখি বন্ধনে উদযাপিত করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে রাখি পূর্ণিমা। করোনা আবহেও ভাই-বোনের এই উত্সব উদযাপিত হচ্ছে ঘরে ঘরে। বোন ভাইয়ের হাতে তাঁর দীর্ঘ নীরোগ জীবন কামনা করে রাখি বেঁধে দেন। আর ভাই অঙ্গীকার করে সারাজীবন বোনকে রক্ষা করার। সঙ্গে থাকে বিপদে-আপদে সারাজীবন এক অপরের পাশে থাকার অঙ্গীকার।এই রাখি পূর্ণিমায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি- সকলেই দেশবাসীকে এই রাখি বন্ধনের শুভেচ্ছা জানালেন।
ট্যুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, “রাখি বন্ধনে সকল দেশবাসীকে শুভেচ্ছা। রাখি ভালোবাসা এবং বিশ্বাসের সেই পবিত্র বন্ধন, যা বোনেদের সঙ্গে ভাইদের বিশেষ সম্পর্ক গড়ে তোলে। আসুন, সব মহিলাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আজকের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধনের পবিত্র উৎসবে সকল দেশবাসীকে অসংখ্য শুভেচ্ছা জানান।
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে জানান, “সকলকে জানাই রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের পর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন ‘বাংলার মাটি, বাংলার জল’। এই শুভদিন ভাল কাটুক সকলের”।
রাখি বন্ধনের পবিত্র উৎসবে অমিত শাহ সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান।