বর্তমানের সঙ্গে ভবিষ্যতও তছনছ করে দেবে এই অতিমারী ‘করোনা’
নিজস্ব প্রতিবেদন, চীন থেকে উৎপত্তি হয়ে আজ গোটা দেশে রাজ্ করছে অতিমারী করোনা ভাইরাস। করোনা সংক্রমণ রুখতে প্রায় ৬ মাস ধরে দেশে চলেছে পুরোপুরি লকডাউন। বহু মানুষ চাকরি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষগুলো। এখনও পর্যন্ত করোনার গ্রাসে মৃত্যু হয়েছে ৯.৬১ লক্ষেরও বেশি মানুষের, আক্রান্ত ৩.০৯ কোটিরও বেশি মানুষ।
করোনা প্রতিরোধে ভ্যাকসিন তৈরির জন্য প্রয়াস চলছে বিভিন্ন দেশে। বহু গবেষক বলছেন, করোনা শুধু যে বর্তমানকে প্রভাবিত করছে তা নয়, করোনার জেরে ধ্বংস হবে ভবিষ্যতও। গবেষণায় জানানো হয়েছে যে, করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে মানুষের আয়ুতে আরও বেশি প্রভাব ফেলবে। এই গবেষণায় এক প্রকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, যদি স্বাস্থ্যসেবা, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী সংস্কার না করা হয় তবে ভবিষ্যতে পরিস্থিতি অত্যন্ত মারাত্মক হবে।
ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলিতে করোনার ভাইরাস সংক্রমণের প্রভাবে গড় বয়স ১০ শতাংশ কমে যেতে পারে।বর্তমানে আর্থিক, সামাজিক পরিস্থিতির উপর প্রচুর প্রভাব ফেলেছে এই মারণ করোনা। যদি স্বাস্থ্যসেবা, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং শিক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী সংস্কার না করা হয় তবে ভবিষ্যতে পরিস্থিতি অত্যন্ত মারাত্মক হবে, বলে মনে করছে গবেষকরা।