করোনা প্রতিরোধে ‘স্মার্ট হেলমেট’-এর মাধ্যমে থার্মাল স্ক্রীনিং শুরু হল মহারাষ্ট্রে

করোনা প্রতিরোধে ‘স্মার্ট হেলমেট’-এর মাধ্যমে থার্মাল স্ক্রীনিং শুরু হল মহারাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে অফিস, কোনও প্রতিষ্ঠান বা শপিং মলে ঢুকতে গেলে চলছে থার্মাল স্ক্রীনিং। এবার অল্প সময়ে বেশি থার্মাল স্ক্রীনিং করার লক্ষ্যে মহারাষ্ট্রে শুরু হলো ‘স্মার্ট হেলমেট’ এর পরিষেবা। এই ‘স্মার্ট হেলমেট’ প্রতি মিনিটে ২০০ জন মানুষের থার্মাল স্ক্রীনিং করতে সক্ষম। ক্ষনিকের মধ্যেই এই হেলমেটের মাধ্যমে শরীরের তাপমাত্রা মাপা সম্ভব। করোনার একটি স্বাভাবিক লক্ষণ ‘জ্বর’। তাই রাস্তায় কেউ জ্বর নিয়ে ঘুরে বেরালে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ শনাক্ত করা যাবে এই ‘স্মার্ট হেলমেট’ এর মাধ্যমে।

উল্লেখ্য, দেশে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। গড় দৈনিক আক্রান্ত প্রায় চল্লিশ হাজার। কিন্তু গতকাল সারাদিনে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে ও তামিলনাড়ুতে। শুধু মহারাষ্ট্রেই সাড়ে তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ খারাপের দিকেই এগোচ্ছে। এই পরিস্থিতিতে মুম্বইতে শুরু করা হল ‘স্মার্ট হেলমেট’-এর পরিষেবা। এই ‘স্মার্ট হেলমেট’-এর মাধ্যমে দ্রুত থার্মাল স্ক্রীনিং করা সম্ভব হবে।

জানা গিয়েছে, এই হেলেমেটে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা। কোনও পথচারীর শরীরে তাপমাত্রা বেশি থাকলেই ওই ক্যামেরা থেকে অ্যালার্ম বাজবে। কারোর শরীরে তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই অ্যালার্ট করবে ওই ‘স্মার্ট হেলমেট’। প্রসঙ্গত এর আগে প্রথম মার্চ মাসে এই ‘স্মার্ট হেলমেট’-এর ব্যবহার চীন শুরু করেছিল। চিনা প্রশাসনের দাবি, এই স্মার্ট হেলমেটের নজর এড়ানো মুশকিল। করোনা আক্রান্তকে খুব সহজেই, কম সময়ের মধ্যে ঠিক চিহ্নিত করে ফেলবে। প্রাণঘাতী করোনার রাশ টানতে পুলিশ অফিসারদের হাতে এই স্মার্ট হেলমেট তুলে দিয়েছে চিনা প্রশাসন। এই হেলমেট পড়েই তাঁদের রাস্তায় নেমে ডিউটি করতে হচ্ছে। তাই করোনা আবহে এই ‘স্মার্ট হেলমেট’ যে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য।

Leave a Comment