স্কুল খোলার অনুমতি থাকলেও কোনও বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র
নিজস্ব প্রতিবেদন, করোনার জেরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয়েছে শিক্ষার্থীদের অনলাইন প্রশিক্ষণ। তবে এবার উঠে আসছিল যে, খুলতে পারে স্কুল-কলেজ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য আংশিক ও নবম দশম শ্রেনীর শিক্ষার্থীদের স্বেচ্ছা উপস্থিতির জন্য অনুমতি দেওয়া হয়েছিল।বর্তমানে সংক্রমণ কিছুটা ঠেকানো সম্ভব হয়েছে, তাই সরকার প্রতিষ্ঠানগুলো খোলার পরিকল্পনা করছিল।
তবে করোনার এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে নারাজ বেশিরভাগ রাজ্য। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও স্পষ্ট বলা হয়েছিল, স্কুল খোলা রাখা এবং শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।২১সেপ্টেম্বর থেকে স্কুলগুলি পুনরায় চালু করা বাধ্যতামূলক নয়। এ বিষয়েই শুক্রবার নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার।
জানা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে বেশিরভাগ রাজ্যেই খুলছে না স্কুল অন্যদিকে হরিয়ানা ও দিল্লি সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহায়তার জন্য স্কুলে যাওয়ার অনুমতিও দিয়েছে। তবে ও জানানো হয়েছে, স্কুল খুললে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা। তবে ৩০সেপ্টেম্বরের আগে এ রাজ্যে খুলছে না স্কুল, অন্যান্য রাজ্যে স্কুল খুললেও ৩০সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত ক্লাস শুরু হবে না বলেই সূত্রে খবর।