দেশীয় ‘কোভ্যাক্সিন’ প্রয়োগে নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া, জানালেন বিজ্ঞানীরা
নিজস্ব প্রতিবেদন, করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ উঠে পড়ে লেগেছে ভ্যাকসিন তৈরির জন্য। এরমধ্যে রয়েছে ভারতও। সফল ভাবে উত্তীর্ণ হচ্ছে দেশীয় করোনা প্রতিষেধক। শুধু তাই নয় মানব শরীরে এই ভ্যাকসিন সম্পূর্ণ ‘নিরাপদ’, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। তাই করোনা প্রতিরোধে সক্ষম বলেই মনে করা হচ্ছে ভারত বায়োটেকের তৈরি দেশীয় ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সাহায্য নিয়ে এই টিকা তৈরি করেছে হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক বলছেন বিজ্ঞানীরা।
ইতিমধ্যে দেশের ১২টি কেন্দ্রের ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এবং সেই সকল স্বেচ্ছাসেবকদের শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।এবার করোনার মোকাবিলায় কোভ্যাক্সিন কতটা কার্যকরী, তা জানতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে স্বেচ্ছাসেবকদের নমুনা সংগ্রহ। মনে করা হচ্ছে, আগষ্ট মাসের মধ্যেই নমুনা সংগ্রেহ ও বিশ্লেষণের কাজ সম্পন্ন হবে। জানা গিয়েছে সেই কাজ হলেই সঙ্গে সঙ্গে সেই রিপোর্ট দ্রুত জমা দেওয়া হবে সংশ্লিষ্ট সব পক্ষকে। তার পরে শুরু হয়ে যাবে দ্বিতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ। এই পর্যায়ে আরও বেশি সংখ্যক মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
তাই এখনও ভ্যাকসিনের পূর্ণ ফলাফল আসেনি। তবে প্রত্যাশামতোই উত্তীর্ণের দিকে পা বাড়াচ্ছে এই করোনা প্রতিষেধক।