করোনা আবহে এবছর স্বাধীনতা দিবস উদযাপনে একাধিক বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে এবছর স্বাধীনতা দিবসের দিন কাটবে অনেকটা অন্যরকম। বহু অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেদিন। পাশাপাশি স্বাধীনতা দিবসের উদযাপনে পুলিশ ও সশস্ত্র বাহিনীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সেই সাথে লকেল্লায় সেনাবাহিনী, নৌসেনা, বায়ু সেনা ও দিল্লি পুলিশের সব আধিকারিকদের জন্য নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।ইতিমধ্যে তাঁদের পরিচারক, রাঁধুনি ও চালকদের কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে। এমনকি সব আধিকারিকদের শুধুমাত্র মহড়া সেরেই বাড়ি ফিরতে বলা হয়েছে।
স্বাধীনতা দিবসের দিন দিল্লি পুলিশের যে ৩৫০ জন কর্মী কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, তাঁদের ইতিমধ্যে দিল্লি ক্যান্টনমেন্টের নতুন পুলিশ কলোনিতে রাখা হয়েছে। এবছর আর্মড ফোর্সের স্পেশ্যাল কমিশনার অফ পুলিশ রবিন হিবু দিল্লি পুলিশের কুচকাওয়াজের নেতৃত্বে রয়েছেন। তিনি জানিয়েছেন, “এ ক্ষেত্রে অংশ নিচ্ছেন ৩৫০ জন পুলিশকর্মী। তাঁদের কারও কোভিড ১৯-এর কোনও উপসর্গ নেই”।উদযাপনের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা।
অনুষ্ঠানের দিন সোশ্যাল ডিস্টেন্স মেনে চলা হবে। এবছর বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দিল্লি পুলিশের ২৫০০-রও বেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন।