জামিন পেলেও সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার নির্দেশ ধর্ষণে অভিযুক্ত যুবকের
নিজস্ব প্রতিবেদন, উল্লেখ্য, কেরলে ১৯ বছরের একটি মেয়েকে ৬ বার ধর্ষণ ও তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার ভয় দেখায় অভিযুক্ত। ২০১৮ সালে গ্রেফতার হয় অভিযুক্ত ২৩ বছরের ওই যুবক। সূত্রের খবর, মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ধর্ষণ করার পর মেয়েটির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় ওই যুবক। একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছবি পোস্টও করে সে।
২০১৮ সালে ধর্ষণ ও আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে গ্রেফতার হয় এক যুবক। এবার জামিনে ছাড়া পায় সে, কিন্তু জামিনের শর্ত হিসাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দিল কেরল হাইকোর্ট।জানা গিয়েছে, যদি বিচারে ডিসি সাব্যস্ত হয়, তাহলে অভিযুক্তর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে।
অভিযুক্তের বিরুদ্ধে ৪৩৯ ও ৪৩৭ ধারায় মামলা রুজু হয়।সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে সেই যুবক। কিন্তু কোনওভাবে সে ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে তাকে জামিনে ছাড়া হয়েছে।