বেজিংয়ের ‘আগ্রাসন’ রুখতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমেরিকার

বেজিংয়ের ‘আগ্রাসন’ রুখতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমেরিকার

নিজস্ব প্রতিবেদন, বর্তমানে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ শেষের দিকেই এগোচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরও লাদাখ সীমান্তে ভারত সেনা সরলেও সে পথে হাঁটেনি চিন। প্রায়দিন চলছে গুলি-বোমা। এরূপ পরিস্থিতিতে এখন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত থাকা সত্যি আবশ্যিক। বেজিংয়ের ‘আগ্রাসন’কে চ্যালেঞ্জের মুখে ফেলার জন্যই ভারত – আমেরিকা সম্পর্ককে আরও মজবুত করার প্রয়োজন।

মার্কিন হাউস অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল এবং অন্যতম শীর্ষ মেম্বার মিশেল টি ম্যাকলের সই করা চিঠিতে বলা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন চলতি বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন যে আমাদের দুই দেশের সম্পর্ক আর পাঁচটা সম্পর্কের চেয়ে অনেকটাই আলাদা।এ টি অনেক ঘনিষ্ঠ ও মজবুত সম্পর্ক।”

এই চিঠিতে ভারত আমেরিকা – এই দুই দেশের সম্পর্ককে ২১ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধন বলে বর্ণনা করা হচ্ছে।ভৌগোলিক অঞ্চলে অস্থিরতা তৈরি করার জন্যই চিন আগ্রাসনমুখী হয়ে উঠেছে। সেটা আটকানোর জন্য ভারতের আমেরিকার সঙ্গে বন্ধুত্ব মজবুত রাখা অত্যন্ত জরুরি।অন্যদিকে মার্কিন জনপ্রতিনিধিদের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, “ভারতের প্রতি পূর্ণ সমর্থন থাকবে আমেরিকার। প্রতিরক্ষা থেকে আবহাওয়া পরিবর্তন সব কিছু নিয়েই ভারত আর আমেরিকা প্রকৃত বন্ধুর মতো পাশাপাশি থাকছে”।

Leave a Comment