বেপরোয়া গাড়িকে আটকাতে গিয়ে সজোড়ে ধাক্কায় গুরুতর আহত ট্র্যাফিক সার্জেন্ট

বেপরোয়া গাড়িকে আটকাতে গিয়ে সজোড়ে ধাক্কায় গুরুতর আহত ট্র্যাফিক সার্জেন্ট

নিজস্ব প্রতিবেদন, রাজ্যজুড়ে ৪৮ ঘন্টার লকডাউন। সকাল থেকে আজ মেঘ্লা আকাশ সাথে বৃষ্টি। এরমধ্যেই এই ৪৮ ঘন্টার লকডাউনের প্রথমদিনেই শহর কলকাতায় ঘটে গেল দুর্ঘটনা। বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ট্র্যাফিক সার্জেন্ট। কাঁকুরগাছি ক্রসিং-এ ট্র্যাফিক সার্জেন্ট বিশ্বজিত্‍ সাহাকে সজোড়ে ধাক্কা মারে একটি টয়োটা কোরোলা অলটিস গাড়ি। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তাঘাটে করা নজরদারি চলছিল। লকডাউন সকলে মেনে চলছে কিনা তা দেখতে হাডকো মোড়ে কর্মরত ছিলেন কলকাতা ট্র্যাফিক পুলিশের কয়েকজন কর্মী। সকাল ৬.৪৫ নাগাদ একটি টয়োটা কোরোলা অলটিস গাড়িকে বেপরোয়া গতিতে ছুটে আসে। সেখানে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাতে দৃষ্টিপাত না করে জোরে বেরিয়ে যায় গাড়িটি।

খবর দেওয়া হয় কাঁকুরগাছিতে। সতর্ক হতে বলা হয়। কাঁকুরগাছি ক্রসিং-এ কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট বিশ্বজিত্‍ সাহা গাড়িটিকে আসতে দেখেই এগিয়ে যান। গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ডিউটিতে থাকা ট্র্যাফিক সার্জেন্ট বিশ্বজিত্‍ সাহাকে ধাক্কা মেরে জোরে বেরিয়ে যায় গাড়িটি। গাড়িতে ছিল চালকের আসনে ছিলে এক ব্যক্তি, ও চালকের পাশের আসনে আরেকজন।পরে বেহালা ও সরশুনা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গাড়ির সজোড়ে ধাক্কায় ট্র্যাফিক সার্জেন্ট বিশ্বজিত্‍ সাহার কপালে গুরুতর আঘাত লাগে, প্রচুর রক্তপাত হয় তাঁর। এছাড়া তাঁর কাঁধের হাড় ভেঙে যায় এবং আরও কয়েক জায়গায় আঘাত লাগে। সাথে সাথেই নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। চিকিত্‍সাধীন রয়েছেন তিনি। অভিযুক্ত দুজনের মধ্যে একজন আকাশ হালদার, বয়স ২৪, চালকের সিটে তিনি বসেছিলেন। বীরেন রয় রোডের বাসিন্দা তিনি। অপরজন তিতাস মিত্র, বয়স ৩৩। পর্ণশ্রীর বসুদেবপুর রোডের বাসিন্দা তিনি। গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে।

Leave a Comment