স্মৃতি উস্কে কলকাতায় ফিরছে ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস

স্মৃতি উস্কে কলকাতায় ফিরছে ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস

নিজস্ব প্রতিবেদন, আবেগের স্মৃতি উস্কে আজ ফের শহরের পথে গড়াবে দোতলা বাসের চাকা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সূচনা করবেন এই বাস যাত্রার।একটা সময় কলকাতা বলতেই সবার প্রথমে আমজনতার চোখের সামনে ভেসে উঠতো ময়দানের পাশ দিয়ে ধুলো উড়িয়ে যাওয়া লড়ঝড়ে লাল-রঙা ডবল ডেকার বাসের কথা। দূষণ ছড়ানো এবং বেশি ফুয়েল লাগায় ১৯৯০ সাল থেকেই ধীরে ধীরে ডবল ডেকার বাস তুলে নিতে শুরু করে বাম সরকার। বছর বারো তেরো আগে শহরের রাস্তায় শেষ চলেছিল ডাবল ডেকার। তবে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতায় ফিরছে ঐতিহ্যবাহী ডবল ডেকার বাস।

১৫ বছর পর কলকাতায় ফিরছে দোতলা বাস।আজ দু’টি ছাদ খোলা ডাবল ডেকার বাস উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আপাতত এই বাসদুটি পুজো পরিক্রমাতেই ব্যবহার করা হবে বলে পরিবহন দফতর সূত্রে খবর। এক্ষেত্রে উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন দফতরকে নির্দেশ দেন, কলকাতার ঐতিহ্যমণ্ডিত এই বাস পরিষেবা পুনরায় ফিরিয়ে আনতে হবে।

স্বয়ংক্রিয় দরজা, চওড়া সিঁড়ি, মেট্রোর মতো গন্তব্য–চিহ্নিত বোর্ড, প্যানিক বটন, সিসি টিভি সহ দোতলা বাস দুটি একেবারে অত্যাধুনিক। তবে পুরনো দোতলা বাসগুলিতে দু’টি দরজা থাকলেও নতুন বাসে থাকবে একটি করে দরজা। বদল হয়েছে বাসের রঙেরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নীল–সাদা রঙে সেজে উঠেছে বাস দুটি। বাসের দোতলায় থাকছে ১৭ আসন। লন্ডনের পর্যটনের জন্য ব্যবহৃত বাসের আদলে কলকাতার দোতলা বাসগুলোরও ছাদ–খোলা থাকবে। সেখান থেকেই কলকাতার রূপ দেখবেন সওয়ারিরা।

রাজ্যের পরিবহণ দফতর জানিয়েছে, আজ যে দু’টি ডবল-ডেকার বাসের উদ্বোধন হচ্ছে, সেগুলিকে বাণিজ্যিক কারণে ব্যবহার করা হবে না। আপাতত পুজো পরিক্রমায় এগুলিকে ব্যবহার করা হবে, পরবর্তীকালে কলকাতার পর্যটনে এই বাসগুলি ব্যবহার করা হবে।১৯৮৫-তে সিএসটিসি শেষবার ২৯৫টি দোতলা বাস কিনেছিল। তার পরে আর দোতলা বাস কেনা হয়নি। তবে ১৯৯০ থেকেই বিভিন্ন রুটে দোতলা বাস কমিয়ে দেওয়ার কাজ শুরু হয়। বলা হয় তেলের বিপুল খরচের কথা। ২০০৫-এ সিএসটিসি দোতলা বাস না-চালানোর সিদ্ধান্ত নেয়। শুরু হয়ে যায় স্ক্র্যাপ করে বিক্রি। স্মারক হিসেবে একটি দোতলা বাস এখনও রাখা রয়েছে নিউ টাউনের ইকো পার্কে। তবে বদলে দেওয়া হয়েছে তার রঙ। লাল থেকে হয়েছে নীল-সাদা। মাঝে মধ্যে বাসটিকে নিউ টাউন, সল্টলেক এলাকায় চালানো হয়।

Leave a Comment