ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য তিনদিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য তিনদিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল

নিজস্ব প্রতিবেদন, অক্টোবরের শুরুতেই তিন দিন বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। ইতিমধ্যে হাওড়া থেকে বউবাজার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য এবার বউবাজার থেকে শিয়ালদা স্টেশন- এর পথে চলবে সুড়ঙ্গ খোঁড়ার কাজ।শিয়ালদার বিদ্যাপতি উড়ালপুলের নিচ দিয়ে তৈরি হবে টানেল।কাজের জন্য সেখানে যাতায়াত সম্ভব হবে না, তাই আগামী শুক্র, শনি, রবি – ৩দিন বন্ধ থাকবে শিয়ালদা উড়ালপুল।কলকাতার অন্যতম ব্যস্ত এই উড়ালপুল আগামী ২ অক্টোবর সকাল ৬টা থেকে ৫ অক্টোবর ভোর পর্যন্ত বন্ধ থাকবে।

লালবাজার সূত্রে খবর, আগামী ২, ৩ ও ৪ অক্টোবর সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে শিয়ালদহ উড়ালপুলে৷ ২ অক্টোবর, শুক্রবার সকাল ৬টা থেকে ৫ অক্টোবর, সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে৷ যদিও ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি আর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শনিবার ও রবিবার৷ ফলে সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হবে না, এমনটাই মনে করছে পুলিশ৷সাধারণ মানুষের সুরক্ষা কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংস্কারের জন্য বন্ধ রয়েছে টালা সেতু, এরফলে যাতায়াতে বিশেষ গুরুত্ব বেড়েছিল এই উড়ালপুরের। কিন্তু ইটা বন্ধ হয়ে গেলে যাতায়াতে শস্য আসবে এবং বিশাল যানজটের আশঙ্কা রয়েছে।সূত্রের খবর, ইতিমধ্যেই উড়ালপুল বন্ধ রাখার অনুমতি দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।দক্ষিণমুখী গাড়িগুলিকে মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে ঘোরানো হবে। আরটি–১২, ১২/‌১, ২১, ২১/‌১, এস–১৭৮, কে৬, ২০৪/‌১— উত্তরমুখী এই বাস ও মিনিবাসগুলিকে এই তিনদিন এনআরএস হাসপাতালের কাছে এপিসি রোডেই থামতে হবে। আরটি–২৮ বা ওই ধরনের অন্য পূর্বমুখী বাস ও মিনিবাস যেগুলি এমজি রোড ধরে বেলিয়াঘাটা রোডের বরফকলে যায়, তাদের এপিসি রোডে রাজাবাজার ট্রাম ডিপোতেই থেমে যেতে হবে। অন্য পূর্বমুখী বাস, মিনিবাস যেগুলি বেলিয়াঘাটা হয়ে আরও পূর্বে যায়, সেগুলিকে এপিসি রোড হয়ে নারকেলডাঙা মেইন রোডে ঘুরিয়ে দেওয়া হবে। ফেরার পথে ওই একই রুট ব্যবহার করতে হবে।

যদিও শুক্রবার গান্ধী জয়ন্তীর ছুটি, শনি-রবি এমনিতেই ছুটি রয়েছে, তাই মনে করা হচ্ছে তেমন যানজট নাও হতে পারে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউতে গাড়ির চাপ কমাতে কিছু গাড়িকে বেলেঘাটা হয়ে বাইপাসের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।প্রতিটি মোড়ে রাস্তা বোঝাতে রড সাইন দিয়ে দেওয়া হবে। উত্তরমুখী গাড়িগুলিকে মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।এবং এপিসি রোড দিয়ে শিয়ালদা স্টেশনগামী গাড়িগুলিকে রাজাবাজার ক্রশিং থেকে নারকেলডাঙা মেন রোড- ফুলবাগান-বেলেঘাটা হয়ে শিয়ালদা স্টেশন কমপ্লেক্সের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

Leave a Comment