শিক্ষক নিয়োগ মামলার দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশনের

শিক্ষক নিয়োগ মামলার দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশনের

নিজস্ব প্রতিবেদন, এসএসসি-সূত্রে খবর, ২০১৬-তে উচ্চ প্রাথমিকে শূন্যপদে ছিল ১৪ হাজার ৩৩৯। ৪ বছরে শূন্যপদের সংখ্যা বেড়েছে ৫ হাজার। এদিকে ১৯ হাজার ৩৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ আটকে রয়েছে। করোনা আবহে এবার শিক্ষক নিয়োগ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র। মঙ্গলবার দুপুরে এসএসসি কর্তৃপক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের সচিবালয়ে ইমেল-এ আবেদন করে।

আদালত সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগকে ঘিরে ১ হাজার ৯৭৯টি মামলা হাইকোর্টে বিচারাধীন। মামলাকারীর সংখ্যা ১৪ হাজার ৭৮৫। এবার সেগুলির দ্রুত নিষ্পত্তি চাইল এসএসসি। ২০১৮-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞাপনের ভিত্তিতে ২০১৯-এর মে থেকে প্যানেল শুরু হয়।যার মেয়াদ শেষ হয় এক বছরে। কিন্তু এবার এই আবহে সেই মেয়াদ আরও ৪ মাস বাড়ানো হল অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত।

অন্যদিকে এই করোনা পরিস্থিতির মধ্যে মে থেকে অগাস্ট পর্যন্ত কোনও কাজ হয়নি। তাই যে সকল বিষয়ে প্যানেলের মেয়াদ অগাস্টে শেষ হয়ে যাওয়ার কথা, তা বাড়ানোর জন্য কলেজ সার্ভিস কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। সেই আর্জি কলেজ সার্ভিস কমিশন রাজ্য সরকারকেও পাঠায়। সরকার এতে অনুমোদন দিয়েছে। ৪৫টি বিষয়ে প্রায় ২ হাজার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আরও চারমাস সক্রিয় থাকবে।

Leave a Comment