প্রায় ৩ লাখ হকারকে ঋণ দেবেন প্রধানমন্ত্রী, স্বনিধি প্রকল্পের ঘোষণা

প্রায় ৩ লাখ হকারকে ঋণ দেবেন প্রধানমন্ত্রী, স্বনিধি প্রকল্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন, মঙ্গলবার ফের কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনার অধীনে প্রায় ৩ লাখ হকারকে ঋণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই আজ এই দায়িত্ব পালন করবেন নমো। এই প্রকল্পে সম্পর্কে প্রাপকদের সঙ্গে বিস্তারিত আলোচনাও করবেন বলে জানা গিয়েছে।উল্লেখ্য, চলতি বছরের ১লা জুন এই প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ঘোষণা হয়। করোনা ভাইরাস অতিমারিতে ক্ষতিগ্রস্ত হয়ে সংসার চালাতে যে সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ রাস্তাঘাটে বিভিন্ন সামগ্রী বিক্রি করা শুরু করেছিলেন, এই ঋণ মূলত তাঁদেরই জন্যে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ট্যুইটে লেখেন, “উত্তরপ্রদেশের যে সব ভাই বোনরা রাস্তায় বসে জিনিস বিক্রি করেন তাঁদের সঙ্গে কথা বলব। জানব কীভাবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তাঁদের চলার পথে সাহায্য করেছে। তাঁদের কতটা সাহস ও ভরসা দিতে পেরেছে।” দেশব্যাপী করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন রাস্তার ধারের হকাররা। তাঁদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের অধীনে হকারদের ব্যবসা শুরু করতে সাহায্য করা হবে। রাস্তার হকাররা পাবেন আর্থিক সাহায্য এবার রাস্তার ধারের হকারদের পাশে মোদী সরকার। তাঁদেরকে সরাসরি আর্থিক সাহায্য করা হবে। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে ঋণের অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী। হকারদের সর্বোচ্চ ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। একবছরের মধ্যে এই ঋণের টাকা শোধ করতে হবে। এই প্রকল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

সংবাদসংস্থা সূত্রে খবর, এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত প্রায় ২৪ লাখ আবেদন জমা পড়েছে। তার মধ্যে উত্তরপ্রদেশের হকারদের থেকেই ৫ লাখ ৫৭ হাজার আবেদন জমা পড়েছে, যা কিনা সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ।এই প্রকল্পে শুধুমাত্র রাস্তার ধারের দোকানদারদের সাহায্য করা হবে। সবজি, ফল, লন্ড্রি, সেলুন, পানের দোকান এই প্রকল্পের অধীনে পড়ছে। প্রায় ৫০ লক্ষ হকারের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য মাত্রা রেখেছে মোদী সরকার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ওয়েবসাইটের narendramodi.in তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশ থেকে ইতিমধ্যেই ৩ লাখ ২৭ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। এখনো পর্যন্ত তদের জন্যে ১.৮৭ লাখের ঋণও মঞ্জুর করা হয়েছে। জানা যাচ্ছে, মোট যে সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে ১২ লাখ এযাবৎ মঞ্জুর করা হয়েছে। প্রায় ৫.৩৫ লাখ টাকার লোনও মঞ্জুর করা হয়েছে।

Leave a Comment