ভারতে হিন্দু নেতাদের উপর হামলার ষড়যন্ত্র করছে পাকগুপ্তচর সংস্থা

ভারতে হিন্দু নেতাদের উপর হামলার ষড়যন্ত্র করছে পাকগুপ্তচর সংস্থা

নিজস্ব প্রতিবেদন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী, পাঞ্জাবের বেশকিছু গ্যাংস্টার এরূপ প্রস্তাবও পেয়েছে। তবে শুধু হিন্দু নেতাদের খুনের প্রস্তাবে থেমে নেই। পঞ্জাবকে অশান্ত করতে খালিস্তানি জঙ্গিদেরও উস্কানি দিচ্ছে আইএসআই। ড্রোনে করে পাকিস্তান থেকে অস্ত্র পাঠানো হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, হ্যান্ডেলারদের মারফত্‍‌ পঞ্জাবের দুই পলাতক গ্যাংস্টারের কাছে প্রস্তাব দিয়েছে আইএসআই। পঞ্জাব জেলে বন্দি তিনি দুষ্কৃতীর কাছেও এই মর্মে প্রস্তাব পেড়েছে আইএসআই। হিন্দু সংগঠনের কয়েক জন নেতাকে খুন করতে বলা হয়েছে।পঞ্জাবে বিগত কয়েক দিন ধরেই আইএসআইয়ের তত্‍‌পরতা বেড়েছে, বলে জানান কেন্দ্রীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এক কর্তা। বিগত কয়েক মাসের মধ্যে পঞ্জাব পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী এমন বেশ কয়েকটি গ্যাং ও জঙ্গিকে আটক করেছে। ড্রোনের মাধ্যমে অস্ত্র চোরাচালানে এরা জড়িত ছিল।

সূত্রের খবর, পঞ্জাবের দক্ষিণপন্থী সংগঠনগুলির নেতাদেরই মূলত টার্গেট করেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই।পাঞ্জাবে হামলা করার লক্ষে রয়েছে আইএসআই। পঞ্জাবের গ্যাংস্টারদের কাজে লাগিয়ে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির সঙ্গে জড়িত লোকজনের উপরও হামলা করার লক্ষে রয়েছে তারা। আইএসআই জেলবন্দি দাগি দুষ্কৃতীদের কাছেও পৌঁছতে চাইছে। দেশের বিভিন্নপ্রান্তে থাকা আইএসআইয়ের চর ও হ্যান্ডেলারদের গ্রেফতার করার লক্ষে এখন ভারতীয় গোয়েন্দারা। এমনকি পাঞ্জাবি যুবাদের জঙ্গি দলে নিয়োগের চেষ্টাও গোপনে চলছে।

এ নিয়ে পঞ্জাব পুলিশকে সতর্ক করা হয়েছে।সূত্রের খবর, ‘কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট’ নামে একটি নয়া সংগঠন তৈরি করেছে পাকিস্তান।ব্রিটেন, কানাডা ও আমেরিকায় অবস্থানরত পাক হাইকমিশন ও দূতাবাসের মাধ্যমে এই সংগঠনগুলিকে জোরদার করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।এই কাজের জন্য পঞ্জাবে জয়েন্ট কাউন্টার অপারেশন কেন্দ্রের গুরুত্ব রয়েছে বলে মনে করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।এনআইএ, র, আইবি, পঞ্জাব পুলিশ ও কাউন্টার টেরর টিমের সদস্যরা এই কেন্দ্রের হয়ে কাজ করবে। এনএসজির SAG-51 টিম এই কাজে বিশেষ সাহায্যে আসবে, বলে জানা গিয়েছে।

Leave a Comment